বসিরহাট: জমিতে পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূলের এক গোষ্ঠীর হাতে ‘খুন’ অপর গোষ্ঠীর তৃণমূল কর্মী। মৃতের নাম সিরাজুল মোল্লা (৩২)। আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের হরিশপুর চৌড়া এলাকায়।
অভিযোগ, চলতি মাসের ১৯ তারিখ সিরাজুলের জমি দখল করে তাতে পতাকা লাগাতে যায় তৃণমূলের অপর গোষ্ঠী। সেই নিয়ে ঝামেলার সূত্রপাত। পতাকা লাগাতে বাধা দেয় সিরাজুল। অভিযোগ, অভিযুক্তরা দলবল নিয়ে সিরাজুলকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে। সেখানে তাঁর অবস্থার অবনতি হয়। পরে সেখান থেকে সিরাজুলকে আরজিকরে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর।
মৃত যুবকের মা নুরুন্নাহার খাতুন ঢালি বলেন, “আমার নিজের জমি, সেখানে জোর করে তৃণমূলের একটা গোষ্ঠী দখল করে পতাকা লাগিয়ে পার্টি অফিস করার চেষ্টা করছিল। আমার ছেলেও তৃণমূল করে। কিন্তু জোর করে পার্টি অফিস করার প্রতিবাদ করলে বেধড়ক মারধর করা হয়।” তিনি আরও বলেন, “সরকারি ঘর পেয়েছি সেই জমিতে ঘর করব বলে।” মৃতের স্ত্রী শাহনাজ বিবি বলেন, “আমাদের একটা এক বছরের সন্তান রয়েছে। সরকারি ঘর পেয়েছি। কিন্তু তা থাকা হল না। এই ঘটনা ঘটিয়েছে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
গোটা ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়। তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত অভিযুক্তরা পাকড়াও হয়নি। যদিও, এই ঘটনায় এখনও তৃণমূলের বক্ত্যব্য মেলেনি।