
উত্তর ২৪ পরগনা: ফের চোখ রাঙাচ্ছে করোনা। আক্রান্তের সংখ্যা দিন-দিন বাড়ছে। গোটা দেশের পাশাপাশি বাংলাতেও একের পর এক ব্যক্তি কোভিড আক্রান্ত হচ্ছেন। এই আবহের মধ্যেই এবার করোনা থেকে বাঁচতে উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে একটি ‘ফুড সেফটি অ্যাওয়ারনেস’ প্রোগ্রাম অনুষ্ঠান হল।
এ দিন, মা ক্যান্টিন থেকে শুরু করে হাসপাতালে যত ক্যান্টিন, বেশ কিছু রাস্তার হোটেল সাধারণ মানুষকে নিয়ে এই সচেতনতার শিবির আয়োজন করা হয়। সেখানে হাত ধোয়া থেকে শুরু করে বিভিন্ন খাবারে কীভাবে খাওয়া হবে সবই দেখানো হয়। শুধু তাই নয়, দুধ রান্নার মশলাতে কীভাবে ভেজাল মেশানো হচ্ছে। গোলমরিচের মধ্যে পেঁপের বিজ মিশিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো থেকে কীভাবে সচেতন করবেন সে সম্পর্কেও ধারনা দেওয়া হয় এই অনুষ্ঠানে।
ক্যান্টিনের এক মহিলা বলেন, “খাবার কীভাবে খাব, কোন খাবার দেব, কোন খাবার দেব না কীভাবে নিজেদের পরিষ্কার রেখে খাবার সাপ্লাই করতে হবে সেটা মেইনটেনও করা হয়।” উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭৬ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৩০২-এ। ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৭ জনের। কেরল,গুজরাট, মহারাষ্ট্র, দিল্লির পাশাপাশি কলকাতাতেও আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে।