
বারাসত: গাছ-গাছড়াতেই সেরে যাচ্ছে রোগ। একটি নয়, ৬৪ রকমের রোগ সেরে যাচ্ছে বলেই প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সে কথা বিশ্বাসও করছেন কেউ কেউ। টাকাও দিচ্ছেন। এই বিষয়টি সামনে আসতেই আসরে নেমে পড়ল বিজ্ঞান সংগঠন। তাঁদের দাবি, মানুষকে বিভ্রান্ত করে টাকা নেওয়া হচ্ছে।
উত্তর ২৪ পরগনার বারাসত এলাকায় ওই চিকিৎসার প্রচার হয়েছে। মানুষের কাছ থেকে অনেক টাকাও নেওয়া হচ্ছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অবিলম্বে এই কাজ বন্ধ করার আর্জি জানানো হয়েছে। অভিযোগকারীদের দাবি, এভাবে মানুষের মনে কুসংস্কার ছড়ানো হচ্ছে, যা আইন-বিরুদ্ধ।
উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ময়না গ্রামে সম্প্রতি বহু মানুষের ভিড় জমছে। সেখান থেকে দেওয়া হচ্ছে গাছ-গাছড়া। তাতেই নাকি ৬৪ রকমের রোগ ঠিক হয়ে যাচ্ছে! বিষয়টি জানতে পেরে বুধবার ওই এলাকায় যায় ছ’টি বিজ্ঞান সংগঠনের সদস্যরা। কুসংস্কারের বিরুদ্ধে প্রচার করেন তাঁরা। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। তাঁদের দাবি, আইনত এটি বেআইনি। এলাকায় প্রচারের পাশাপাশি তারা একটি ডেপুটেশনও জমা দেন তাঁরা। থানাকে এই বিষয়ে পদক্ষেপ করার আবেদন জানান।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, স্বাস্থ্য পরিষেবা বেহাল বলেই হয়ত এত সহজে মানুষকে ভুল বোঝানো যাচ্ছে। লিখিত আবেদন জানানো হয়েছে। এটা শাস্তিযোগ্য অপরাধ বলেই দাবি করেছেন তাঁরা। আইন অনুযায়ী এ ক্ষেত্রে জেল ও জরিমানা দুটোই হতে পারে। গাইঘাটা থানায় অভিযোগ জানানো হয়েছে।