Body Recover: চাষের জমিতে অজ্ঞাত পরিচয় মহিলার আধপোড়া দেহ! পুলিশে পুলিশে ছয়লাপ আমডাঙা

Ananta Chattopadhyay | Edited By: জয়দীপ দাস

Mar 26, 2025 | 12:59 PM

Body Recover: খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবদাসপুর ও আমডাঙা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু, মৃতদেহের অবস্থা দেখে শুরু হয়েছে চাপানউতোর। শুধুই খুন নাকি শারীরিক নির্যাতনের পর প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা? উঠছে প্রশ্ন।

Body Recover: চাষের জমিতে অজ্ঞাত পরিচয় মহিলার আধপোড়া দেহ! পুলিশে পুলিশে ছয়লাপ আমডাঙা
চাপা উত্তেজনা এলাকায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

আমডাঙা: চাষির জমি থেকে অজ্ঞাত পরিচয় মহিলার আধপোড়া দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার আমডাঙায়। শিবদাস থানার শেষ প্রান্তে রয়েছে হরিশপুর খাসপাড়া গ্রাম। ওই গ্রামের শেষেই ফাঁকা জমিতে এক মহিলার দেহ পড়ে দেখতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে দেখতেই দেখা যায় পরনে কোনও জামা-কাপড় নেই। দেহও অর্ধেক পোড়া। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। বাড়তে থাকে কৌতূহলী জনতার ভিড়। খবর যায় পুলিশে। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবদাসপুর ও আমডাঙা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু, মৃতদেহের অবস্থা দেখে শুরু হয়েছে চাপানউতোর। শুধুই খুন নাকি শারীরিক নির্যাতনের পর প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা? উঠছে প্রশ্ন। জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় চলছে জিজ্ঞাসাবাদ।

এলাকার বাসিন্দা আক্রম হোসেন বলছেন, “সকালে খবরটা পাই। শুনি এলাকাতেই একটা মহিলার লাশ পড়ে রয়েছে উলঙ্গ অবস্থায়। দেহ পুড়িয়েও দেওয়া হয়েছে। কিন্তু কোথায় পোড়ানো হয়েছে জানি না। পরিচয় জানা যায়নি। কোন এলাকার মানুষ, কী নাম কেউই বলতে পারছে না। তবে শুনলাম বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে। খবর পেয়ে পুলিশ আসে। পুলিশ দেহ নিয়ে চলে যায়।” বিষয়টা সত্যিই যে চিন্তার তা মানছেন তিনি। বলছেন, “এরকম ঘটনা আগে এখানে কখনও দেখিনি, শুনিনি।”