BLO: এই BLO কী করছেন জানেন? স্তম্ভিত হয়ে যাবেন

Hasnabad: ঘটনাটি হাসনাবাদের বরুনহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের ৪৩ নম্বর বুথের ঘটনা। এই ৪৩ নম্বর বুথে রয়েছেন ১৩০০ ভোটার। অভিযোগ, এখানকার BLO-বিশ্বজিৎ নাথ। তিনি যখন ফর্ম রিসিভ করছেন, তখন উপভোক্তার কপিতে CHECKED & VERIFIED স্ট্যাম্প মেরে তার আগে নিজে পেন দিয়ে লিখে দিচ্ছেন 'NOT'।

BLO: এই BLO কী করছেন জানেন? স্তম্ভিত হয়ে যাবেন
বিশ্বজিৎ নাথImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 20, 2025 | 1:20 PM

হাসনাবাদ: এসআইআর নিয়ে বিএলও-র (BLO) ‘খামখেয়ালিপনায়’ বিপাকে কয়েকশো মানুষ। SIR-এর রিসিভ কপিতে সরকারি স্ট্যাম্পে চেকড এবং ভেরিফায়েড লেখা। সেই CHECKED & VERIFIED স্ট্যাম্পের আগে নিজে পেন দিয়ে লিখে দিচ্ছেন ‘NOT’। আর তার জন্য হয়ে যাচ্ছে ‘নট চেকড অ্যান্ড ভেরিভায়েড’ । আর এতেই রীতিমতো সমস্যায় পড়েছে কয়েকশো SIR ফর্ম ফিলাপকারি। এমনকী, তৃণমূলের BLA-2 এরও দাবি, তিনি বারণ করেছিলেন,তাই BLO তাঁকে সঙ্গে নিয়ে যাচ্ছেন না। এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে। গোটা ঘটনার তদন্ত করছে কমিশন।

ঘটনাটি হাসনাবাদের বরুনহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের ৪৩ নম্বর বুথের ঘটনা। এখানকার ৪৩ নম্বর বুথে রয়েছেন ১৩০০ ভোটার। অভিযোগ, এখানকার BLO-বিশ্বজিৎ নাথ। তিনি যখন ফর্ম রিসিভ করছেন, তখন উপভোক্তার কপিতে CHECKED & VERIFIED স্ট্যাম্প মেরে তার আগে নিজে পেন দিয়ে লিখে দিচ্ছেন ‘NOT’। এবং নিজের স্বাক্ষর করে দিচ্ছেন বলে দাবি। আর এই লেখার জন্য উপভোক্তাদের পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের দফতর বা BDO অফিসে আবারো ভেরিফিকেশনের জন্য কাগজপত্র নিয়ে যেতে হচ্ছে। একবারে না মিটলে বারবার যেতে হচ্ছে। যা গ্রামের মানুষের পক্ষে যথেষ্ট সমস্যাদায়ক।

গ্রামবাসীদের দাবি, ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকার পরেও, কাগজপত্র সব ঠিক থাকার পরেও ইচ্ছাকৃতভাবে BLO এই কাজটা করছেন। এতে সাধারণ মানুষ যথেষ্ট সমস্যায় পড়ছেন। তাঁরা চাইছেন এই সমস্যার সমাধান হোক। বিএলও বিশ্বজিৎ নাথ বলেন, “আমার সঙ্গে এতদিন বিএলএ ছিলেন না। প্রচুর লোকের যেদিন চাপ থাকে সেদিন এমন হয়েছে। পরে চেকিং করে সবটা ঠিক করে দিচ্ছে।”