Vishwakarma puja 2025: বাইকে করে এয়ারপোর্টে আসছিলেন কাজে, চিনা সুতোর মাঞ্জায় গলা কেটে মৃত্যু প্রাক্তন জওয়ানের

চিফ সিকিউরিটি সুপারভাইজার দমদম এয়ারপোর্ট কিরন্ময় ঘোষ বলেন, "উনি নিরাপত্তাকর্মী ছিলেন। বাড়ি থেকে উনি কাজে বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় চিনা সুতোয় গলা কেটে যায়। সঙ্গে সঙ্গে ওকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। উনি মিলিটারি পুলিশ ছিলেন। ফোর্ট উইলিয়ামে পোস্টিং ছিল তাঁর।"

Vishwakarma puja 2025: বাইকে করে এয়ারপোর্টে আসছিলেন কাজে, চিনা সুতোর মাঞ্জায় গলা কেটে মৃত্যু প্রাক্তন জওয়ানের
মৃত্যু প্রাক্তন জওয়ানেরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 17, 2025 | 4:22 PM

ব্যারাকপুর: বিশ্বকর্মা পুজো আজ। সেই উপলক্ষে উড়ছিল ঘুড়ি। তবে সেখানেই ঘটল অঘটন। বাইকে করে এয়ারপোর্টে যাওয়ার পথে ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু প্রাক্তন সেনা-জওয়ানের। মৃতের নাম গৌতম ঘোষ।

জানা গিয়েছে, তিনি ব্যারাকপুরের বাড়ি থেকে বাইকে করে এয়ারপোর্টের কাছে যাচ্ছিলেন। আর তখনই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। খড়দহের কাছে কল্যাণী এক্সপ্রেসেওয়ের উপর ঘুড়ির সুতোয় গলা কেটে যায় তাঁর। দ্রুত এলাকাবাসী ছুটে আসেন। উদ্ধার করে তাঁকে খড়দহের বন্দিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গলা কেটে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলেই ওই প্রাক্তন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে।

চিফ সিকিউরিটি সুপারভাইজার দমদম এয়ারপোর্ট কিরন্ময় ঘোষ বলেন, “উনি নিরাপত্তাকর্মী ছিলেন। বাড়ি থেকে উনি কাজে বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় চিনা সুতোয় গলা কেটে যায়। সঙ্গে সঙ্গে ওকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। উনি মিলিটারি পুলিশ ছিলেন। ফোর্ট উইলিয়ামে পোস্টিং ছিল তাঁর।” তিনি আরও বলেন, “এই বেআইনি চিনা সুতোর মাঞ্জা বন্ধ করা হোক। প্রচুর মানুষ প্রাণ হারান এর জন্য।” তবে এই ঘটনা নতুন নয়। এর আগেও এই একই ঘটনা ঘটেছে। তা নিয়ে পুলিশের তরফে যথেষ্ট সচেতনতার বার্তা প্রচার করা হয়েছে। মা ফ্লাইওভাবে প্রচুর মানুষ চিনা সুতোর মাঞ্জায় গলা কেটে প্রাণ হারিয়েছেন। সেই ঘটনার পর আবারও মর্মান্তিক খবর এল।