WBSEDCL: বকেয়া ৩৬ হাজার, সরকারি অফিসের লাইন কাটল সরকারই, খবর সম্প্রচারের পর আবার জুড়েও গেল

Dipankar Das | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 25, 2025 | 8:59 PM

Gaighata: প্রসঙ্গত, প্রায় ৩৬ হাজার টাকা বিদ্যুতের বিল বকেয়া রয়েছে গাইঘাটার বিএলআরও অফিসের বলে অভিযোগ ওঠে। সেই বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়।

WBSEDCL: বকেয়া ৩৬ হাজার, সরকারি অফিসের লাইন কাটল সরকারই, খবর সম্প্রচারের পর আবার জুড়েও গেল
সরকারি অফিসের লাইন কাটল সরকারই
Image Credit source: Tv9 Bangla

Follow Us

গাইঘাটা: ঘুরছিল না পাখা। বন্ধ আলো। তাও আবার সরকারি অফিসের। এই গরমে ঘেমে-নেয়ে একশা সেখানে কাজে আসা সাধারণ মানুষ। কিন্তু কেন? পরে জানা গেল, বিদ্যুতের বিল না মেটানোয় উত্তর ২৪ পরগনার গাইঘাটার বিএলআরও অফিসের বিদ্যুৎ সংযোগ কেটে দেয় বিদ্যুৎ দফতর। অর্থাৎ সরকারি অফিসে বিদ্যুতের লাইন কাটল সরকারি বিদ্যুৎ দফতর (WBSEDCL)। যার জেরে ভোগান্তির শিকার অফিসে আসা সাধারণ উপভোক্তারা। থমকে যায় অফিসের কাজ। এই খবর সম্প্রচার হওয়ার পরই তৎপর প্রশাসন। তারপরই তড়িঘড়ি গাইঘাটা বিএলআরও অফিসে জোড়া হয়েছে বিদ্যুতের লাইন।

এই বিষয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অজয় দত্ত জানিয়েছেন, খবর সম্প্রচার হতেই দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে বিএলআরও অফিসে। সাধারণ মানুষ আজ কাজ করতে পারছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই উদ্দেশ্য।অন্যদিকে, বিএলআর ও অফিসে কাজ করতে আসা সাধারণ মানুষ গতকাল ফিরে গেলেও আজ কাজ করতে পেরে খুশি।

প্রসঙ্গত, প্রায় ৩৬ হাজার টাকা বিদ্যুতের বিল বকেয়া রয়েছে গাইঘাটার বিএলআরও অফিসের বলে অভিযোগ ওঠে। সেই বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়। এ প্রসঙ্গে গাইঘাটার BLRO দিব্যেন্দু বসাক বলেছেন, “এটা আমাদের বিষয় নয়। জেলা থেকে ফান্ড না আসায় বিদ্যুতের বিল মেটানো সম্ভব হয়নি। তবে আমরা বিদ্যুৎ দফতরেকে চিঠি দিয়েছি। এটা সরকারি অফিস সেই ভাবে যেন দেখা হয়। ফান্ড আসলে বিল মিটিয়ে দেওয়া হবে।”