Tilottama: ‘টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে… আসলে আমরা তো প্রভাবশালী নই’

Tilottama: গত সোমবার কালীগঞ্জে বোমার আঘাতে মৃত্যু হয়েছে তামান্না নামে এক নাবালিকার। তাঁর পরিবারের অভিযোগ, বিরোধী দলের সমর্থক বলেই বোমা ছুড়েছিল শাসক দলের কর্মীরা।

Tilottama: টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে... আসলে আমরা তো প্রভাবশালী নই
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 27, 2025 | 7:24 PM

ব্যারাকপুর: “আমার মেয়ের দেহ পড়ে আছে একদিকে, আর অপরদিকে এক আইপিএস অফিসার আমার স্বামীকে টাকা দিতে চাইছে! তামান্নার মা’কে ও আর এক আইপিএস অফিসার টাকা সাধছিল। উনি প্রত্যাখ্যান করেছেন সাহস দেখিয়ে।” কালীগঞ্জের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন তিলোত্তমার বাবা-মা। আরজি কর গণধর্ষণ-কাণ্ডের পর যে মৃতার বাবাকে টাকা দিতে চাওয়া হয়েছিল, সেই অভিযোগ আগেই উঠেছে।

গত সোমবার কালীগঞ্জে বোমার আঘাতে মৃত্যু হয়েছে তামান্না নামে এক নাবালিকার। তাঁর পরিবারের অভিযোগ, বিরোধী দলের সমর্থক বলেই বোমা ছুড়েছিল শাসক দলের কর্মীরা। এবার সেই তামান্নার প্রসঙ্গ তুলে তিলোত্তমার বাবা-মা বলেন, “যাঁরা টাকা বিলোতে আসছেন প্রাণের বিনিময়ে, তাঁদেরও তো মেয়ে আছে! তাদের মেয়ের সঙ্গে এমন কিছু ঘটলে, তারাও কি এই টাকা দেওয়াটা মেনে নিতে পারত?”

তিলোত্তমার পরিবার বলছে, “এই সরকার টাকা দিয়ে নিজেদের অপরাধ ঢাকা দিতে চাইছে। প্রতিবাদীদের মুখ বন্ধ করতে চাইছে। তামান্নার মায়েরও মুখ বন্ধ করতে চাইছিল সরকার। কিন্তু পারেনি। তামান্নার মায়ের সাহসিকতার জন্যই পারেনি। আসলে আমরা প্রভাবশালী নই। আমরা প্রভাবশালী হলে এইরকম আমাদের সঙ্গে হত না। তামান্নারাও প্রভাবশালী নয়, তাই তামান্নাকে প্রাণে মারা হয়েছে।”