AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বৃন্দাবনকে চাই না, সীমান্তে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির

বৃহস্পতিবার বিজেপির শেষ চার দফা প্রার্থী তালিকা (BJP Candidate List) প্রকাশের পরে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করেছে বিজেপি নেতাকর্মিদের একাংশ।

বৃন্দাবনকে চাই না, সীমান্তে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির
নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Mar 20, 2021 | 12:26 PM
Share

উত্তর ২৪ পরগনা: বৃহস্পতিবার বিজেপির শেষ চার দফা প্রার্থী তালিকা (BJP Candidate List) প্রকাশের পরে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করেছে বিজেপি নেতাকর্মীদের একাংশ। এবার সেই রেশ গিয়ে পৌঁছল বাংলাদেশ সামান্তবর্তী এলাকায়। স্বরূপনগরের বিজেপি প্রার্থী বৃন্দাবন সরকারকে (Brindaban Sarkar) বদলের দাবিতে প্রবল বিক্ষোভ শুরু করল দলের একাংশ।

প্রথমে জেলা ও মণ্ডলের একাধিক বিজেপি নেতার পদত্যাগ। তার পর টায়ার জ্বালিয়ে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ শুরু করলেন বিজেপি নেতাকর্মীদের একাংশ। বৃহস্পতিবার বসিরহাট মহকুমার স্বরূপনগর বিধানসভায় বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছে বৃন্দাবন সরকারের নাম। আর তার পরেই প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ চরমে উঠল এ দিন।

বিজেপি সূত্রে খবর, বৃন্দাবন সরকারকে প্রার্থী হিসাবে দলের একটা অংশ মেনে নিতে চাইছেন না। তাই বৃহস্পতিবার বিজেপি প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা হতেই গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। আর শুক্রবার রাতে স্বরূপনগর সীমান্ত রোডে তেঁতুলিয়া এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ কর্মসূচি করেন বিজেপির নেতা কর্মী ও সমর্থকরা। প্রায় শতাধিক নেতাকর্মী ও সমর্থক দল থেকে ইস্তফা দিতে চেয়ে চিঠি পাঠিয়েছেন। পাশাপাশি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগরে বিক্ষোভ অবরোধ কর্মসূচির পাশাপাশি প্রার্থী বদলের দাবি জানান।

সব মিলিয়ে আজ প্রার্থী নিয়ে গেরুয়া শিবিরে অস্বস্তি চরমে। এ দিনই অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের কমিটির সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস, বনগাঁ লোকসভার মহিলা মোর্চার সহ সভাপতি সরস্বতী বিশ্বাস, বাপ্পা দফাদার যুব মোর্চার প্রাক্তন সভাপতি-সহ বেশ কয়েকজন জেলা সাংগঠনিক বিজেপি নেতা পদত্যাগের চিঠি পাঠান। পাশাপাশি এঁদের নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়েছে। রাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান বিজেপি কর্মীরা।

আরও পড়ুন: হাতে চে-র উল্কি, মুখে ‘বিজেপি সাম্প্রদায়িক’! প্রার্থী শঙ্করকে নিয়ে বিক্ষোভ পদ্মশিবিরে

যদিও এ নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।