একুশে ফের ব্রিগেড সমাবেশ হবে, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন সংযুক্ত মোর্চার নেতা: সিদ্দিকি

সৈকত দাস |

Mar 13, 2021 | 9:39 PM

"আমি একজন জাতীয় পর্যায়ের ভলিবল খেলোয়াড়। আমাকে খেলা শেখাবেন না," হুঁশিয়ারি দিলেন আইএসএফ (ISF) নেতার

একুশে ফের ব্রিগেড সমাবেশ হবে, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন সংযুক্ত মোর্চার নেতা: সিদ্দিকি
নিজস্ব চিত্র

Follow Us

উত্তর ২৪ পরগনা: ২০২১ সালে ফের ব্রিগেড সমাবেশে হবে। সেখানে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ব্রিগেডে সংযুক্ত মোর্চার নেতা। এমনই ঘোষণা করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)-এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি (Naoshad Siddiqui)।

গত ২৮ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড মঞ্চে উপস্থিত থাকা কংগ্রেস ও আইএসএফ নেতৃত্বের মধ্যে আলাদা করে নজর কেড়েছিলেন পিরজাদা তথা আইএসএফ দলের প্রধান আব্বাস সিদ্দিকি। সেখানে একুশের ভোটে বাম প্রার্থীদের সমর্থনে তাঁরা প্রাণ দিতেও প্রস্তুত বলে মন্তব্য করতে শোনা গিয়েছে সিদ্দিকিকে। আর এদিন তাঁর দলের চেয়ারম্যানের আত্মবিশ্বাসী বার্তা, এই একুশেই ফের ব্রিগেড সমাবেশ করবেন তাঁরা। আর সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বাম-কংগ্রেস-আইএসএফ জোটের কোনও নেতা।

শনিবার সংযুক্ত মোর্চার ডাকে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম বিধানসভার গঙ্গানগর থেকে বিশাল মিছিল করেন নওশাদ। মিছিলে নেতৃত্ব দেওয়া প্রধান অতিথি আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি। সিপিএমের তরফে উপস্থিত ছিলেন আহমেদ খান। গঙ্গানগর থেকে রোহন্ডা পর্যন্ত যাওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। তার আগে বিভিন্ন এলাকা থেকে আইএসএফ ও সিপিএমের কর্মী-সমর্থকেরা জমায়েত করতে থাকে মধ্যমগ্রাম গঙ্গানগর এলাকায়। তৃণমূল ও বিজেপি বিরোধী স্লোগানও ওঠে সংযুক্ত মোর্চার সমর্থকদের তরফে। তার পর রোহন্ডা খেলার মাঠে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা আইএসএফে যোগদান করেন।

সেখান থেকে নওশাদ বলেন, ২০২১ সালেই ফের ব্রিগেড সমাবেশ হবে। আর সেই ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবে সংযুক্ত মোর্চের নেতা। ২০২১ সালে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে আর যাতে শপথ নিতে না হয় সেই ‘ব্যবস্থা’ করা হবে বলে হুঁশিয়ারি দেন সিদ্দিকি। তাৎপর্যপূর্ণভাবে আইএসএফ নেতাও কয়লা ও গরু পাচার কাণ্ডে নাম না করে আক্রমণ করেন তৃণমূল সাংসদ তথা বকলমে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই সঙ্গে তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন বোঝাপড়ার দিকে ইঙ্গিত করেন তিনি। নওশাদের কটাক্ষ, “গত পাঁচ দিন ধরে কয়লা চোর, গরু চোর, বালি চোর যুবরাজ কোন প্রচারে নেই। মোটা ভাই মানা করেছে, সেই জন্য প্রচার বন্ধ রেখেছে।

আরও পড়ুন: ‘আয়োডেক্স, বার্নল ফুরিয়ে যাবে, খেলা দূরের কথা সোজা হয়ে দাঁড়াতে পারবে না’, অনুব্রতকে নিশানা সায়ন্তনের

তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানের প্রেক্ষিতে নওশাদের কটাক্ষ, আমি একজন জাতীয় পর্যায়ের ভলিবল খেলোয়াড়। আমাকে খেলা শেখাবেন না। তিনি যোগ করেন, “তৃণমূল কংগ্রেসের গুন্ডারা বুথ দখল করতে এলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হবে।”

Next Article