উত্তর ২৪ পরগনা: ষষ্ঠ দফার ভোটে (West Bengal elections 2021) অগ্নিগর্ভ অশোকনগরের ট্যাংরা আদর্শ শিক্ষা নিকেতন চত্বর। বোমাবাজির পাশাপাশি পুলিশের গাড়িতে ভাঙচুরের অভিযোগ। একইসঙ্গে সিআরপিএফের বিরুদ্ধেও গুলি চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় দু’জন তৃণমূল কর্মী জখম হন বলেও শাসকদলের দাবি। তবে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে সিআরপিএফ কর্তারা।
অশোকনগর বিধানসভা কেন্দ্রের ট্যাংরা আদর্শ শিক্ষানিকেতনের ৭৯, ৭৯ এ, ৮০ ও ৮০এ বুথে ভোটগ্রহণ চলছিল। বেলা ১১টা নাগাদ সেখানে ভোটপর্ব দেখতে পৌঁছন বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী। তনুজার অভিযোগ, এরপরই শুরু হয় বোমাবাজি। বুথ থেকে ১০০ মিটার দূরত্বের মধ্যেই বোমার আওয়াজ শোনা যায়। অভিযুক্তরা পুলিশের বাসেও ভাঙচুর চালায় বলে অভিযোগ।
আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 6: ‘ভোট দিতে যাবে না? বলেই মার শুরু করল কেন্দ্রীয় বাহিনী’
এরইমধ্যে অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী অভিযোগ তোলেন, দুই তৃণমূল কর্মীর পায়ে গুলি করেছে সিআরপিএফ। আক্রান্তদের বারাসতে নিয়ে যাওয়া হয়েছে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আতঙ্ক ছড়ায় ভোটারদের মধ্যে। যদিও বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী বলেন, “আমাকে উদ্দেশ্য করেই এই হামলা চালানো হয়েছে। তৃণমূল এটা পরিকল্পিতভাবে করেছে।” তৃণমূল কর্মীদের আহত হওয়ার অভিযোগও মিথ্যা বলেই দাবি করেন তিনি।