AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Worker: ‘আমার ছেলেকে ওরা মেরে ফেলবে’, ভয়ে কাঁটা বিজেপি কর্মীর মা

North 24 Parganas: স্থানীয় সূত্রে খবর, গোপালনগর থানার দিঘারি গ্রামপঞ্চায়েতে শিমুলিয়া এলাকায় বাড়ি শান্তনু মুখোপাধ্যায়ের। অভিযোগ, তাঁর বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।

BJP Worker: 'আমার ছেলেকে ওরা মেরে ফেলবে', ভয়ে কাঁটা বিজেপি কর্মীর মা
আতঙ্কে বিজেপি কর্মীর পরিবার। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 13, 2023 | 2:47 PM
Share

উত্তর ২৪ পরগনা: ভোট পরবর্তী অশান্তির অভিযোগ বনগাঁয়। বিজেপির পোলিং এজেন্টের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। একইসঙ্গে বোমা মারারও অভিযোগ ওঠে। ঘটনায় তৃণমল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল। তৃণমূলের পাল্টা দাবি, পায়ের নীচে মাটি না থাকায় মিথ্যা অভিযোগকে হাতিয়ার করছে বিজেপি। বনগাঁ পঞ্চায়েত সমিতির ২৭ নম্বর আসন। সেখানেই বিজেপির প্রার্থী হয়েছিলেন সুশীল সর্দার। তাঁরই ইলেকশন এজেন্ট শান্তনু মুখোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ ওঠে।

স্থানীয় সূত্রে খবর, গোপালনগর থানার দিঘারি গ্রামপঞ্চায়েতে শিমুলিয়া এলাকায় বাড়ি শান্তনু মুখোপাধ্যায়ের। অভিযোগ, তাঁর বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হইচই শুরু হয় এলাকায়। শান্তনুর বাড়ি থেকে গুলির খোলও উদ্ধার হয়েছে।

শান্তনু মুখোপাধ্যায়ের দাবি, তিনি বিজেপি করেন বলেই ভোট মিটটে নিশানা করা হয়েছে তাঁর বাড়িকে। শাসকদলের লোকেরা এই ঘটনা ঘটিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। এই ঘটনার পর থেকে আতঙ্কে তাঁর পরিবার। শান্তনুর মা শঙ্করী মুখোপাধ্যায় বলেন, “বুধবার রাত ১২টার পর যে ঘটনা ঘটেছে, তাতে আমি খুবই আতঙ্কিত। আমার এখন ভয়, আজ রাতেও না ওরা আমার ছেলেটাকে টার্গেট করে। আমার ছেলেকে ওরা মেরে ফেলবে। আমার ছেলেকে গুলি করবে বলে গিয়েছে। যত পুলিশ আছে সব পুলিশকে ডেকে নিয়ে আয় বলেছে ওরা।”

জেলা তৃণমূলের সম্পাদক সুব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই এলাকা একেবারেই শান্তিপূর্ণ। এই ধরনের ঘটনা এখানে কোনওদিন ঘটেনি, ঘটেও না। বরং ওদের এক নেতা আমাদের কর্মীর বাড়িতে গিয়ে হুমকি দেয়। গায়ে হাত তোলে। এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা চলছে।”