TMC Party Office: তৃণমূলের পার্টি অফিসের ভিতরেই… দলীয় কর্মীর এমন কাণ্ডে এলাকায় হইচই

North 24 Parganas: এলাকার লোকজন জানান, এদিন সন্ধ্যাবেলা কার্যালয়ের দরজা খুলে অন্যান্য কর্মীরা ঢুকতে গিয়েই দেখেন তাপস দেবনাথের দেহ ঝুলছে। সিলিং ফ্যানের সঙ্গে দড়িতে ঝুলছেন তিনি।

TMC Party Office: তৃণমূলের পার্টি অফিসের ভিতরেই... দলীয় কর্মীর এমন কাণ্ডে এলাকায় হইচই
তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে মানুষের ভিড়।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2023 | 11:54 AM

উত্তর ২৪ পরগনা: দলীয় কার্যালয়ের ভিতর থেকে এক তৃণমূল কর্মীর (TMC) ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পানিহাটির ধানকল এলাকায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনা আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছে দলের একাংশ। নিহতের নাম তাপস দেবনাথ। তৃণমূলের লোকজনের দাবি, এলাকার দলীয় কার্যালয়ের দেখভালের দায়িত্ব ছিল তাপসের হাতেই। শুক্রবার সেই কার্যালয়েই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। এলাকার লোকজন জানান, এদিন সন্ধ্যাবেলা কার্যালয়ের দরজা খুলে অন্যান্য কর্মীরা ঢুকতে গিয়েই দেখেন তাপস দেবনাথের দেহ ঝুলছে। সিলিং ফ্যানের সঙ্গে দড়িতে ঝুলছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় তৃণমূল নেতা কমল দাসের কথায়, “খবরটা পেয়েছি। খুবই মর্মান্তিক। ছেলেটি আমাদের দলীয় কর্মী। ওকে ফটিক নামে সকলেই চেনে। ও কাজের থেকে ফিরে এসে পার্টি অফিসেই থাকত। পার্টি অফিস দেখাশোনাও করত। পাড়ার লোকের বক্তব্য, যেভাবে ওকে উদ্ধার করা হয়েছে, তাতে সন্দেহের উদ্রেক করছে। এভাবে কেন হঠাৎ ও আত্মহত্যা করবে, তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। কেউ ওকে কোনও কারণে খুন করে দিল কি না তাও দেখার। সে পারিবারিক কারণেই হোক বা যে কোনও কারণেই।”

একইসঙ্গে কমল দাসের বক্তব্য, এর আগে তাপসের বাড়িতে তিনজন আত্মঘাতী হন। বলেন, “শুনেছি ওর বাড়িতে আত্মহত্যার একটা প্রবণতা আছে। ওর দুই কাকা আত্মহত্যা করেছেন। ওর এক ভাইপোও আত্মহত্যা করেছে। তিনজন ওই পরিবারের আত্মহত্যা করেন। পুলিশ সবদিক খোলা রেখেই তদন্ত করুক।” যদিও এই ঘটনা নিয়ে নিহতের পরিবারের কেউ কথা বলতে চাননি। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। 

বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া