
দেগঙ্গা: দুপুরের রান্না চলছিল। আর কিছুক্ষণের মধ্যেই খেতে বসতে হবে। সেই কারণে তাড়াতাড়ি করছিলেন গৃহবধূ। কিন্তু মাঝপথেই বিপত্তি। বন্ধ হয়ে গেল। সিলিন্ডার নাড়াচাড়া করে বুঝলেন তার ভিতরে গ্যাস আছে। কিন্তু ওভেন জ্বলছে না। এ কী আজব ঘটনা। পরে সিলিন্ডারের মুখ খুলতেই চোখ কপালে ওঠার জোগাড়। এমনটাও সম্ভব?
দেগঙ্গা থানার কার্তিক পুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, দিন চারেক আগে গ্যাস সিলেন্ডার বুক করেছিলেন কৃষ্ণবাণী বসু নামে ওই গৃহবধূ। আজ শনিবার রান্না শুরু করেছিলেন তিনি। হঠাৎ দুপুরে রান্না করার সময় লক্ষ্য করেন ওভেন বন্ধ হয়ে গিয়েছে। নাড়াচড়া করে দেখেন তখনও যথেষ্ট পরিমাণে গ্যাস রয়েছে। কিন্তু আগুন বের হচ্ছে না। তারপরেই গ্যাস সিলিন্ডারের মুখ খোলেন।
ওই মহিলার দাবি, সিলিন্ডারের ভিতরে কোনও গ্যাস নেই। পুরোটাই জলে ভর্তি। দ্রুত মিস্ত্রি ডাকেন। আর হু-হু করে জল বেরিয়ে আসে। কৃষ্ণবাণী বলেন, “রুটি করতে করতে দেখি গ্যাস চলে গেছে। তারপর গ্যাসওয়ালাকে ডাকি। এরপর গ্যাসের মুখ খোলার পর দেখি জল বেরিয়ে যাচ্ছে। আমি এই মাসের ১০ তারিখে গ্যাস নিয়েছিলাম।”