সন্দেশখালি: ‘রাজ্যপাল আসছে, আমরা বাড়ি যাব না…’, এই বলে সোমবার সকাল থেকে রাস্তায় বসেছিলেন সন্দেশখালির মহিলারা। গত কয়েকদিন ধরে যাঁরা রাস্তায় নেমে উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, আজ রাজ্যপাল সেখানে পৌঁছতেই তাঁর সামনে অঝোরে কেঁদে ফেললেন সেই মহিলারাই। মুখে কাপড় চাপা গিয়ে এদিন সার দিয়ে মহিলারা বসে পড়েছিলেন রাস্তায়। সরেজমিনে পরিস্থিতি দেখতে যখন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সন্দেশখালিতে পৌঁছন, তখন তাঁর কাছে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভরত মহিলারা। বলার চেষ্টা করেন তাঁদের অভিযোগ। এমনকী রাজ্যপালের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকেন এক মহিলা। তাঁদের একটাই দাবি, ‘আমরা বাঁচতে পারব না। ওদের গ্রেফতার করা হোক।’
রাজ্যপালকে তাঁরা বলতে থাকেন, তাঁদের ওপর কীভাবে দিনের পর দিন অত্যাচার করা হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে রাতের অন্ধকারে। এক মহিলা বলেন, ‘রাতের অন্ধকারে ডেকে নিয়ে যায়। কাজ দেবে বলে আর কাজ দেয় না। স্বামীদের মারধর করে। সবার জন্য আমরা শান্তি চাই। আমাদের বাঁচান।’ রাজ্যপাল তাঁদের আশ্বস্ত করে বলেন, তোমরা চিন্তা করো না। ভয় পেয়ো না। আমি তোমাদের সঙ্গে আছি। রাজভবনে যোগাযোগ করার ফোন নম্বরও দেওয়া হয় মহিলাদের, যাতে কোনও সমস্যায় পড়লে তাঁরা জানাতে পারেন।
শাহজাহান শেখ কেন এখনও গ্রেফতার হলেন না, সেই প্রশ্ন তুলেও এদিন রাজ্যপালের সামনে সরব হন মহিলারা। তাঁদের হাতে ছিল হাতে লেখা কাগজ। সেখানে শাহজাহানের গ্রেফতারির দাবি জানানোর পাশাপাশি, পুলিশের ওপর আস্থা না থাকার কথাও উল্লেখ করা হয়। থানার অদূরে বসেই এই দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা।