Jagatdal: জগদ্দলে অর্জুনের বাড়ির সামনে যুবককে খুন, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের ছেলে

Youth killed in Jagatdal: নমিত সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অর্জুন সিং। তিনি বলেন, তাঁর বাড়ির পাশে নমিতের একটি টর্চার চেম্বার রয়েছে। যেখানে বোমা রাখা হয়। মেয়েদের পাচার করে এনে রাখা হয়। মাস আটেক আগে এই নমিত সিং তাঁর বাড়িতে বোমা মেরেছিলেন বলে অভিযোগ করেন প্রাক্তন সাংসদ।

Jagatdal: জগদ্দলে অর্জুনের বাড়ির সামনে যুবককে খুন, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের ছেলে
জগদ্দলে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 24, 2026 | 12:43 PM

জগদ্দল: ফের জগদ্দলে খুন। এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। মৃতের নাম ইসাক আহমেদ। ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে ঘটনাটি ঘটেছে। খুনের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিস্ফোরক অভিযোগ করেছেন অর্জুন সিং। তবে তৃণমূলের দাবি, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত কাউন্সিলরের ছেলে নমিত সিং পলাতক।

ভাটপাড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংয়ের ছেলে নমিত। তৃণমূলের সঙ্গে নমিতও যুক্ত। জগদ্দলের মেঘনা মোড়ে অর্জুন সিংয়ের বাড়ির সামনে লোহা চুরির সন্দেহে ইসাককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে নমিত সিং এবং তাঁর দলবলের বিরুদ্ধে। জগদ্দল থানার পুলিশ শনিবার ইসাক আহমেদের দেহ ময়নাতদন্তের জন্য ব্যারাকপুর পুলিশ মর্গে পাঠিয়েছে। মৃত ইসাকের বাড়ি গারুলিয়ায়। তাঁর এক দাদা সিআইএসএফ-এ রয়েছেন। মৃতের পরিবারও এই নিয়ে এখনও মুখ খোলেনি। গত কয়েকদিনে এই নিয়ে নোয়াপাড়া এবং জগদ্দল থানা মিলিয়ে ৩ জন খুন হলেন। 

নমিত সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অর্জুন সিং। তিনি বলেন, তাঁর বাড়ির পাশে নমিতের একটি টর্চার চেম্বার রয়েছে। যেখানে বোমা রাখা হয়। মেয়েদের পাচার করে এনে রাখা হয়। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন, “নমিত সিংয়ের গ্যাং লোহা চুরির সঙ্গে যুক্ত। তারা লোহা চুরি করে বিভিন্ন জায়গায় রাখে। ওদের সন্দেহ হয়, সেই লোহা চুরি করেছে ওই যুবক। সেজন্যই পিটিয়ে মেরেছে।” মাস আটেক আগে এই নমিত সিং তাঁর বাড়িতে বোমা মেরেছিলেন বলে অভিযোগ করেন প্রাক্তন সাংসদ। নমিতকে পুলিশ এখনও গ্রেফতার করতে না পারায়ও সরব হয়েছেন তিনি। তাঁর অভিযোগ, মূল অভিযুক্ত বাড়িতে আছেন। পুলিশ তাঁর বাড়ির সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে।

যদিও ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের দাবি, পুলিশ তাদের কাজ করছে। অভিযুক্ত কেউ ছাড় পাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় রাজধর্ম পালন করেন বলে তিনি মন্তব্য করেন।