Deadbody Recover: ক্লাবের ছাদে পড়ে মহিলার দেহ, তুমুল হইচই
Deadbody Recover:এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বলেন, "বডিটায় পা মুড়ে আছে। এই কে বা কারা ফেলে রেখেছে বলতে পারব না। তবে এই এলাকায় এমন কোনও ঘটনা কোনও ঘটেনি।"

ডায়মন্ড হারবার: ক্লাবের ছাদে হইচই কাণ্ড। এক মহিলার দেহ উদ্ধার হল সেখান থেকে। যা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধনবেড়িয়া এলাকার ঘটনা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রবিবার সকালে ডায়মন্ড হারবার থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
জানা গিয়েছে, মৃতের নাম পুর্ণিমা পাল (৪৮)। টমবয় হিসেবে পরিচিত ছিলেন তিনি। অবিবাহিত এই মহিলা একাই থাকতেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। মহিলা মদ্যপান করেছিলেন বলে দাবি তদন্তকারীদের। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে,তা দেখছে পুলিশ।
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বলেন, “বডিটায় পা মুড়ে আছে। এই কে বা কারা ফেলে রেখেছে বলতে পারব না। তবে এই এলাকায় এমন কোনও ঘটনা কোনও ঘটেনি।” আরও এক বাসিন্দা বলেন, “শুনছি হইচই চলছে। কী হয়েছে জানার জন্য একটু এগিয়ে যাই। তারপর দেখি অনেক লোকজন। জানতে পারি যে একজন মেয়ের দেহ উদ্ধার হয়েছে।”





