
বীরভূম: রামপুরহাটের বগটুইয়ে জয় তৃণমূলের। গণহত্যার বগটুইয়ে হেরে গিয়েছেন বিজেপি প্রার্থী। হেরে গিয়েছেন মিহিলাল শেখের বোন। বগটুইয়ে বিজেপির যে দু’জন প্রার্থী ছিলেন, দু’জনই হেরে যান তৃণমূল প্রার্থীর কাছে। রামপুরহাট-১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতিতে বিজেপি প্রার্থী হয়েছিলেন নিহত ডলি বিবির বৌমা সীমা খাতুন। বড়শাল গ্রামপঞ্চায়েতের বগটুই গ্রামের প্রার্থী হয়েছিলেন মিহিলাল শেখের দিদি মেরিনা বিবি। দু’জনই তৃণমূল প্রার্থীর কাছে হেরে যান।
গত বছরের মার্চ মাসে রামপুরহাটের বগটুইয়ে নৃশংস এক গণহত্যার ঘটনা ঘটে। ১০ জনকে জ্যান্ত পুড়িয়ে মারা হয় এ রাজ্যে। গোটা দেশ শিউরে উঠেছিল এই ঘটনাকে দেখে। পরিবার পরিজনকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছিল গোটা গ্রামের এক একটি পরিবার। রাজনৈতিক হিংসা থেকেই এই ঘটনা ঘটেছিল। সেই বীভৎস রাতের সাক্ষী ছিলেন মিহিলাল শেখ।
ক্রমেই প্রচারের আলোতে আসতে শুরু করেন মিহিলাল। বগটুইয়ের ঘটনাকে জানাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎও করেছিলেন তিনি। ধীরে ধীরে মিহিলাল বিজেপির দিকে ঝুঁকতে শুরু করেন। পঞ্চায়েত ভোট ঘোষণার পর তাঁর পরিবারের দুই সদস্য-সহ তিনজন বগটুইয়ের বাসিন্দা নিয়ে রামপুরহাট-১ ব্লক অফিসে যান তিনি। সেখানে বলেছিলেন, শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা চাইছেন মানুষ। তাই তাঁরা বিজেপির হয়ে লড়ছেন।