Asansol Student: ‘টাকা না দিলে ওই ছবিগুলো…’, রামকৃষ্ণ মিশনের ছাত্রের ঘটনায় অবশেষে জালে অভিযুক্ত

Asansol: পুলিশ সূত্রে খবর ওই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হলেও তার মোবাইল ফোনটি এখনও পাওয়া যায়নি। পুলিশের অনুমান, ওই মোবাইল ফোনেই রয়েছে হুমকি দেওয়ার কল হিস্ট্রি।

Asansol Student: টাকা না দিলে ওই ছবিগুলো..., রামকৃষ্ণ মিশনের ছাত্রের ঘটনায় অবশেষে জালে অভিযুক্ত
Image Credit source: AI Generated Image

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 09, 2025 | 5:06 PM

আসানসোল: মাদক খাইয়ে যৌন নির্যাতন! তারপর সেই ছবি তুলে ছড়িয়ে দেওয়ার হুমকি! রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণির ছাত্রের সঙ্গে যে ঘটনা ঘটেছে বলে অভিযোগ, তা ভয়ঙ্কর! সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল অভিযুক্তকে। যার বিরুদ্ধে ওই ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে, তাকে এবার গ্রেফতার করল পুলিশ। সোমবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, ইমরান শেখ দিনের পর দিন যেভাবে ব্ল্যাকমেল করছিলেন, তার জন্য মানসিক চাপেই আত্মঘাতী হয়েছে রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণির ওই ছাত্র।
নির্যাতিত ওই ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত যুবক ইমরানকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৯ মে-র ঘটনা। ছাত্র আত্মঘাতী হওয়ার কয়েকদিন পর গত ৫ জুন অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। কিন্তু অভিযুক্তের কোনও খোঁজ ছিল না। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়, সোমবার ধৃতকে আদালতে তোলা হয়।

আত্মঘাতী ছাত্রের পরিচিতদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে গত জানুয়ারি মাসে আসানসোল কসাইমহল্লার বাসিন্দা অভিযুক্ত যুবক বলপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় ওই ছাত্রকে। এরপর গাড়িতে মাদক খাইয়ে তাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। সেই হেনস্থার ছবি মোবাইলে তুলে রেখেছিল অভিযুক্ত। আর সেই ছবি দেখিয়ে বারবার তাকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়া শুরু করেছিল বলেও অভিযোগ।

এমনকী ছাত্র টাকা নেই জানালেও রেহাই পায়নি। চাপ বাড়ে আরও! তারপরই ওই ছাত্র আত্মহত্যা করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর ওই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হলেও তার মোবাইল ফোনটি এখনও পাওয়া যায়নি। পুলিশের অনুমান, ওই মোবাইল ফোনেই রয়েছে হুমকি দেওয়ার কল হিস্ট্রি। ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জারেও রয়েছে আত্মঘাতী ছাত্রের মেসেজ। আত্মঘাতী ছাত্রের মোবাইল ফোন ও অভিযুক্তের মোবাইল ফোন দুটি উদ্ধার করে ফরেন্সিক ল্যাবে পাঠাবে পুলিশ।