Asansol: মহিলাদের স্নানের ভিডিয়ো করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল যুবক, বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা

Asansol: এর আগে বৃহস্পতিবার আবার স্কুল ছাত্রীদের ভিডিয়ো করতে গিয়ে কোচবিহারে ধরা পড়ে যায় এক যুবক। তাঁকেও বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয় এলাকার বাসিন্দারা।

Asansol: মহিলাদের স্নানের ভিডিয়ো করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল যুবক, বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা
ব্যাপক চাঞ্চল্য আসানসোলে Image Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 04, 2023 | 8:08 PM

আসানসোল: পুকুরে স্নান করছিল মহিলারা। পাড়ে দাঁড়িয়ে সেই ভিডিয়ো করছিল তিন যুবক। হাতেনাতে ধরা পড়তেই বাইক নিয়ে চম্পট দুই যুবকের। তবে ধরা পড়ে যায় একজন। ইলেকট্রিক পোলে বেঁধে বেধড়ক মারধর করল গ্রামবাসীরা। এদিন চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে আসানসোলের (Asansol) সালানপুর থানার অন্তর্গত এথোড়া গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, আগেও এই কাজ করেছে যুবকের দল। কিন্তু, কিছুতেই ওদের ধরা যাচ্ছিল না। আজ ফের ভিডিয়ো করতে এসে ধরা পড়ে যায়। 

সূত্রের খবর, এলাকার একটি বেসরকারি কারখানায় কাজ করে যুবকেরা। গ্রামের বাসিন্দাদের সাফ দাবি, কারখানার কাজ করা যুবকেরাই প্রায়শই সেখান থেকেই দলবেঁধে এসে প্রায়শই এইসব কাজে করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে সালানপুর থানার পুলিশ। কিন্তু, মারমুখী জনতার হাত থেকে যুবককে উদ্ধার করতে গিয়ে বেগ পেতে হয় তাঁদের। গ্রামের অনেকেই দাবি করেন, ঘটনাস্থলে আসতে হবে কারখানার মালিককে। তার উপস্থিতিতেই হবে বিচার। যদিও শেষ পর্যন্ত গ্রামের বাসিন্দাদের বুঝিয়ে অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে যায় পুলিশ। বাকি দুই যুবকের খোঁজ চলছে। 

ঘটনা প্রসঙ্গে এলাকার এক মহিলা বলেন, “কেউ স্নান করছিল, কেউ জামা-কাপড় বদলাচ্ছিল, কেউ গা ধুচ্ছিল, সবই ওরা মোবাইলে ছবি তুলছিল। আগেও ওদের দেখা গিয়েছে। সবকটা ছেলেই কাছের ত্রিপল কারখানায় কাজ করে। আজ হাতেনাতে ধরা পড়ে যায়।” অভিযুক্ত যুবকের কড়া শাস্তির দাবি করেছেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে বৃহস্পতিবার আবার স্কুল ছাত্রীদের ভিডিয়ো করতে গিয়ে কোচবিহারে ধরা পড়ে যায় এক যুবক। তাঁকেও বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয় এলাকার বাসিন্দারা।