
আসানসোল: আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য আসানসোল পুরনিগমের কুলটি থানা এলাকায়। বুধবার রাতে ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার রাতে দায়ের হয় অভিযোগ। খবর জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। তাঁকে ধরে বেধড়ক গণধোলাইও দেয় উত্তেজিত জনতা। খবর যায় পুলিশে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে কুলটি থানার শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ। গ্রামের লোকেরাই শেষ পর্যন্ত অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন।
সূত্রের খবর, ঘটনার সময় বাড়িতে ছিলেন না ওই গৃহবধূর স্বামী। সেই সময়ই ওই মহিলাকে এ পেয়ে ঝাঁপিয়ে পড়ে ওই যুবক। চলে অকথ্য নির্যাতন। নির্যাতিতার স্বামী বলছেন, “আমি তো রাতে ছিলাম না। ঘটনাটে ঘটে রাত সাড়ে ১২টা নাগাদ। ওকে ছাড়ে রাত ২টো নাগাদ। আমি তিনটে নাগাদ ফিরেছিলাম। ছেলেটা পড়ে ধরা পড়ে যায়। তারপরই ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আমরা এর বিচার চাই। আর কোনওদিন কারও সঙ্গে যাতে এ ঘটনা না ঘটে সেটা দেখা হোক।”
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ ধৃত। তিনি বলছেন, “যা বলছে কিছুই সত্যি নয়। বলছে রাতে ধর্ষণ করেছে। আমি তো রাত ১১টার সময় ঘরে চলে এসেছিলাম।” অন্যদিকে ইতিমধ্যেই এ ঘটনায় ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কথা বলা হচ্ছে এলাকার বাসিন্দা থেকে নির্যাতিতার পরিবারের সঙ্গেও।
এলাকার তৃণমূল সভাপতি বিধান চন্দ্র মাজি বলেন, “ঝামেলার খবর পেয়ে আমরা ওখানে যাই। গিয়ে জানতে পারি একটা ধর্ষণের অভিযোগ রয়েছে। তারপরই পুলিশে জানান হয়। অভিযোগও করা হয়েছে। আমরা চাই ঘটনার সঠিক তদন্ত হোক। এর ঠিকঠাক বিচার হোক।”