Cattle Smuggling: G-20 G-20 সম্মেলনের জন্য পিছিয়ে গেল গরু পাচার মামলার স্থানান্তর

Chandra Shekhar Chatterjee | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 12, 2023 | 12:00 AM

Cattle Smuggling: গত ১৯ অগস্ট গরু পাচার মামলার দুই অভিযুক্ত অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেনের শেষ ভার্চুয়াল শুনানি ছিল। তিহাড় জেল থেকে শুনানিতে হাজিরা দেন তাঁরা। এরপর মামলা স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

Cattle Smuggling: G-20 G-20 সম্মেলনের জন্য পিছিয়ে গেল গরু পাচার মামলার স্থানান্তর
অনুব্রত মণ্ডল

Follow Us

আসানসোল: গরু পাচার মামলা আসানসোল থেকে দিল্লিতে স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আসানসোল থেকে সমস্ত নথি পাঠাতে হবে দিল্লিতে। কিন্তু সেই স্থানান্তরের কাজ আপাতত আটকে গিয়েছে জি-২০ শীর্ষ সম্মেলনের কারণে। নির্দেশ অনুযায়ী, ১১ সেপ্টেম্বর অর্থাৎ সোমবারই নথি হস্তান্তর হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন চলছিল বলে সে ভাবে কোনও কাজ সেরে উঠতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। তাই ১১ সেপ্টেম্বরের বদলে ১৯ সেপ্টেম্বর নথি হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন বিচারক রাজেশ চক্রবর্তী।

গত ৬ সেপ্টেম্বর অনুব্রত মণ্ডলের মামলা দিল্লিতে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছিল আসানসোল বিশেষ সিবিআই আদালত। নির্দেশ ছিল ১১ সেপ্টেম্বরের মধ্যে অনুব্রত মণ্ডলের মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য আসানসোল আদালত থেকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত কয়েকদিনে সেভাবে কাজ করতে না পারায় তারা আসানসোল বিশেষ সিবিআই আদালতে সময় চেয়ে আবেদন করে। সাত দিন সময় চেয়েছিল তারা। সেই আবেদনের ভিত্তিতে ১৯ তারিখ পর্যন্ত ফাইল স্থানান্তরের সময়ে দেওয়া হয়েছে।

গত ১৯ অগস্ট গরু পাচার মামলার দুই অভিযুক্ত অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেনের শেষ ভার্চুয়াল শুনানি ছিল। তিহাড় জেল থেকে শুনানিতে হাজিরা দেন তাঁরা। পরবর্তী শুনানির দিন স্থির করা হয়েছিল ১২ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার। এরই মধ্যে মামলা স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা ছিল। সে ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে শুনানির।

সব সাক্ষী যেখানে বীরভূমের, সেখানে মামলা কেন দিল্লিতে স্থানান্তর করা হবে, সেই প্রশ্ন তুলেছিলেন অনুব্রত মণ্ডল। তবে বিচারক তাঁকে জানিয়েছিলেন, দেশের আইন যদি বাধ্য করে তাহলে মামলা স্থানান্তরের নির্দেশ তাঁকে মানতেই হবে।

Next Article