Asansol: কম সামগ্রী দেওয়ার অভিযোগ উঠল এক রেশন ডিলারের বিরুদ্ধে, বিক্ষোভ

Asansol: উপভোক্তাদের অভিযোগ নিয়ামতপুরের রেশন ডিলার রোহিত ভলোটিয়র বিরুদ্ধে অভিযোগ রেশনে কম সামগ্রী দেওয়া হচ্ছে। স্লিপে যা লেখা হচ্ছে তত পরিমাণ চাল আটা দেওয়া হচ্ছে না।

Asansol: কম সামগ্রী দেওয়ার অভিযোগ উঠল এক রেশন ডিলারের বিরুদ্ধে, বিক্ষোভ
রেশন ডিলারকে মারধরের অভিযোগImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 12, 2025 | 4:09 PM

আসানসোল: কম সামগ্রী দেওয়ার অভিযোগ উঠল এক রেশন ডিলারের বিরুদ্ধে। প্রতিবাদে রেশন দোকানে তালা দিয়ে বিক্ষোভ দেখাল উপভোক্তারা। এমনকি রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ করা হয়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন রেশন ডিলারকে ধাক্কাধাক্কি ও মারধর করা হয় বলেও অভিযোগ। শনিবার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরের ঘটনা।

উপভোক্তাদের অভিযোগ নিয়ামতপুরের রেশন ডিলার রোহিত ভলোটিয়র বিরুদ্ধে অভিযোগ রেশনে কম সামগ্রী দেওয়া হচ্ছে। স্লিপে যা লেখা হচ্ছে তত পরিমাণ চাল আটা দেওয়া হচ্ছে না। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। এদিনের বিক্ষোভের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।

খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন, প্রাক্তন কাউন্সিলর মীর হাসিম পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার রোহিত ভলোটিয়া।তার দাবি উপভোক্তাদের যার যেমন বরাদ্দ সামগ্রী তাই দেওয়া হচ্ছে। এরকম চলতে থাকলে তিনি হামলাকারী উপভোক্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।