Asansol: রাস্তায় অবরোধের পর বিক্ষোভকারীরা নেমে পড়লেন লাইনে, অবরোধ ট্রেনও

Chandra Shekhar Chatterjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 28, 2024 | 10:09 AM

Asansol: খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ গিয়ে দু'পক্ষকে সরিয়ে দেয়। জেলা সভাপতির নেতৃত্বে এই মিছিলটি চলে যায় বার্নপুর রেল স্টেশনের ভিতর। সেখানে তাঁরা রেললাইনে বসে পড়েন। এই সময় আসানসোল আদ্রা রুটে স্কুল অফিসে যাওয়ার জন্য ইএমইউ প্যাসেঞ্জার ট্রেন যাতায়াত করেন।

Asansol: রাস্তায় অবরোধের পর বিক্ষোভকারীরা নেমে পড়লেন লাইনে, অবরোধ ট্রেনও
বার্নপুরে অশান্তি
Image Credit source: TV9 Bangla

Follow Us

আসানসোল: বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তি। অশান্তি আসানসোলের বার্নপুরে।  জানা গিয়েছে,  বিজেপি জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে চলছিল বার্নপুর ত্রিবেণী মোড়ে পথ অবরোধ। সেখানে হঠাৎ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা চলে আসেন। দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ গিয়ে দু’পক্ষকে সরিয়ে দেয়। জেলা সভাপতির নেতৃত্বে এই মিছিলটি চলে যায় বার্নপুর রেল স্টেশনের ভিতর। সেখানে তাঁরা রেললাইনে বসে পড়েন। এই সময় আসানসোল আদ্রা রুটে স্কুল অফিসে যাওয়ার জন্য ইএমইউ প্যাসেঞ্জার ট্রেন যাতায়াত করেন।

রেল লাইনে আন্দোলনকারীরা বসে পড়ায় লাল সিগন্যাল হয়ে যায়। স্টেশনে ঢোকার আগেই আটকে পড়ে ট্রেন। বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকে।  আসানসোল আদ্রা ডিভিশন ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্ন হয়। যদিও কিছুক্ষণের মধ্যে বিজেপি কর্মীরা রেললাইন থেকে উঠে আবার রাস্তায় নেমে পড়েন। রাস্তায় নেমে ফের শুরু হয় আন্দোলন।

Next Article