Asansol: চেয়ারম্যানের বাড়ির সামনে চলল গুলি, গুরুতর জখম ১

Chandra Shekhar Chatterjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 20, 2024 | 10:59 PM

Asansol: শুক্রবার রাতে চিনাকুড়ি সোদপুর ৯/১০ এলাকায় আচমকাই গুলি চালানোর শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। প্রথমে তাঁরা বিষয়টি বুঝতে পারেননি। পরে গোঙানির শব্দ শুনতে পেয়ে দেখেন চেয়ারম্যানের বাড়ির সামনেই এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন।

Asansol: চেয়ারম্যানের বাড়ির সামনে চলল গুলি, গুরুতর জখম ১
কুলটিতে গুলিবিদ্ধ যুবক
Image Credit source: TV9 Bangla

Follow Us

 আসানসোল: কুলটিতে তৃণমূল চেয়ারম্যানের বাড়ির সামনেই চলল গুলি। এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। কুলটির চিনাকুড়িতে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল চেয়ারম্যানের বাড়ির সামনে হঠাৎই এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে চিনাকুড়ি সোদপুর ৯/১০ এলাকায় আচমকাই গুলি চালানোর শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। প্রথমে তাঁরা বিষয়টি বুঝতে পারেননি। পরে গোঙানির শব্দ শুনতে পেয়ে দেখেন চেয়ারম্যানের বাড়ির সামনেই এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা যতক্ষণে পৌঁছন, দুষ্কৃতীরা পালিয়ে যান। আহত ব্যক্তিকে উদ্ধার করে
আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করান স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে জানা গিয়েছে,  গুলিবিদ্ধ ব্যক্তির নাম কৃষ্ণা নোনিয়া। তিনি চিনাকুড়ি নোনিয়া বস্তির বাসিন্দা।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলটি থানার বিশাল বাহিনী। ঘটনার তদন্তে পুলিশ। এই ঘটনার পিছনে কী কারণ থাকতে পারে খতিয়ে দেখছে পুলিশ। রাজনৈতিক কোনও কারণ নাকি পুরনো কোনও শত্রুতা, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ।

Next Article