Asansol: মিনিটে মিনিটে বাতিল হচ্ছে বুকিং, ক্ষতির মুখে পর্যটন ব্যবসায়ীরা

Asansol: মে মাসে দুটি ট্যুরের জন্য কাশ্মীরে হোটেল ও গাড়ি বুকিং করা হয়েছিল। আগামী দিনে কী হবে, তা নিয়ে চিন্তিত পর্যটন ব্যবসায়ীরা। গরমের ছুটিতে কাশ্মীর যাওয়ার পরিকল্পনা ছিল পর্যটকদের। কিন্তু তাঁরাও এখন আতঙ্কিত। তাই কাশ্মীর নয় যাবেন অন্য কোথাও।

Asansol: মিনিটে মিনিটে বাতিল হচ্ছে বুকিং, ক্ষতির মুখে পর্যটন ব্যবসায়ীরা
ক্ষতির মুখে ব্যবসায়ীরাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 24, 2025 | 3:10 PM

আসানসোল: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলা! এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। পর্যটকরা বাতিল করছেন আগাম বুকিং। এরফলে ক্ষতির মুখে পড়ছেন আসানসোলের পর্যটন ব্যবসায়ীরা। আসানসোলের নিয়ামতপুরের ‘পক্ষীরাজ ট্যুর এন্ড ট্রাভেলসের’ কর্ণধার পিন্টু পাত্র বলেন, “এই মে মাসে দুটি কাশ্মীর ট্যুর রয়েছে। কিন্ত জঙ্গি হামলার ঘটনার পর কোনও পর্যটক আর কাশ্মীর যেতে চাইছেন না। এমনকি আতঙ্কে বহু পর্যটক তাদের আগাম বুকিং বাতিল করছেন।”

তিনি আরও জানান, মে মাসে দুটি ট্যুরের জন্য কাশ্মীরে হোটেল ও গাড়ি বুকিং করা হয়েছিল। আগামী দিনে কী হবে, তা নিয়ে চিন্তিত পর্যটন ব্যবসায়ীরা। গরমের ছুটিতে কাশ্মীর যাওয়ার পরিকল্পনা ছিল পর্যটকদের। কিন্তু তাঁরাও এখন আতঙ্কিত। তাই কাশ্মীর নয় যাবেন অন্য কোথাও।

এদিকে, পহেলগাঁও ইতিমধ্যে কড়া নিরাপত্তার ঘেরাটোপে। ইতিমধ্যেই বৈসরনের ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করেছে ফরেনসিক টিম। তদন্ত শুরু করে দিয়েছে এনআইএ। গোটা এলাকার ভিডিয়ো রেকর্ডিং করা হয়েছে। সমস্ত পর্যটককে পহেলগাঁওয়ের বাইরে বার করে দেওয়া হয়েছে। নতুন করে বুকিং যাঁদের ছিল, তা বাতিল করা হয়েছে।