আসানসোল : উদ্দেশ্য ভিন রাজ্যে আলু পাচার। কড়া নজরদারি এড়াতে প্লাস্টিক ব্যাগের আড়ালে আলু পাচারের চেষ্টা। তবে সেই চেষ্টা ব্যর্থ হল আলু পাচারকারীদের। ৫১০ ব্যাগ আলু ধরা পড়ল বাংলা ঝাড়খণ্ড সীমানায়। তবে এবার রুট বদল। ১৯ নম্বর জাতীয় সড়ক নয়। বারাবনি ও ঝাড়খণ্ডের নলা সীমানার গৌরান্ডি ব্রিজ দিয়ে পাচারের চেষ্টা হচ্ছিল। তার আগে বারাবনি থানার পুলিশ ধরে ফেলে। তবে এই বিষয়টি পুলিশের নজর এড়িয়ে, হচ্ছিল।
উপরে প্লাস্টিক ঢাকা। চালানে লেখা প্লাস্টিক ব্যাগ। ভেতরে পাওয়া গেল ৫১০ ব্যাগ আলু। চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়। আলুগুলি পাণ্ডুয়া থেকে বিহারের গয়া জেলা যাচ্ছিল বলে খবর। এই ঘটনার পর আরও সতর্ক হল আসানসোল দুর্গাপুর পুলিশ।
বাংলার বাজারে কোনওভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না আলু। টাস্ক ফোর্স বারেবারে অভিযান চালিয়েছে বাজারে। দেখা গিয়েছে, এক একটা বাজারে, এক এক দামে বিকিয়েছে আলু। আলুর দাম নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নভেম্বর মাসের ২২ তারিখ টাস্ক ফোর্সের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়, আপাতত আলু রফতানি করা যাবে না। কিন্তু তারপরও যে গোপনে আলু পাচার চলছে, এদিন তারই প্রমাণ মিলল।