Asansol Gun Fire: ব্যবসায়ীকে লক্ষ্য করে ‘গুলি’, ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৪

Chandra Shekhar Chatterjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 31, 2023 | 2:44 PM

Asansol Gun Fire: সোমবার বেলা একটা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কে চন্দ্রচুর মন্দিরের কাছে ব্যবসায়ী দীনেশ গরাইয়ের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল। একটি গুলি গাড়িতে লাগে। অন্যগুলি লক্ষ্যভ্রষ্ট হয়।

Asansol Gun Fire: ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৪
আসানসোলে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিচালনার অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

আসানসোল : আসানসোলে এক ব্যবসায়ীকে গুলি করে গুলিচালনার ঘটনায় চার জনকে গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ। ধৃতদের আসানসোল আদালতে পাঠানো হয়। ধৃতদের নাম অভিষেক মুখোপাধ্যায় ওরফে পাপাই, টিংকু কুমার প্রসাদ, পঙ্কজ কুমার সিং ও কুলদীপ কুমার ওরফে কাল্লু। তাদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। তাদের নিজেদের হেফাজতে নিয়ে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জমি সংক্রান্ত বিবাদের পাশাপাশি পুরানো শত্রুতার জেরে ব্যবসায়ী দীনেশ গরাইকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল ধৃতরা বলে পুলিশের প্রাথমিক ধারণা।

সোমবার বেলা একটা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কে চন্দ্রচুর মন্দিরের কাছে ব্যবসায়ী দীনেশ গরাইয়ের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল। একটি গুলি গাড়িতে লাগে। অন্যগুলি লক্ষ্যভ্রষ্ট হয়।

পুলিশের হাতে আসে ঘটনার মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজ। তাতে দেখা যায়, একটি ধাবার সামনে দাঁড়িয়েছিল নীল রঙা গাড়ি। খাবারের দোকান থেকে বেরিয়ে গাড়িতে উঠছিলেন ব্যবসায়ী। গাড়ির দরজা বন্ধ করেন তাঁরা। চালক গাড়ি স্টার্টও দিয়ে দেন। গাড়ির সামনের দিকে ডান হাতে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল এক যুবক। কথা বলার ছুতোয় গাড়ি দাঁড় করায়, আর বাকিরা গুলি চালাতে থাকে। তবে চালক গাড়ি চালিয়ে দেওয়ায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। সিসিটিভির ফুটেজ দেখেই অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করা হয়।

Next Article