আসানসোল: আবারও আসানসোল। ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। তবে লক্ষ্যভ্রষ্ট হল গুলি। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ব্যবসায়ী।পুলিশের হাতে এসেছে ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ। উত্তর আসানসোলের চন্দ্রচূড় মন্দিরের কাছে জাতীয় সড়কের পাশে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দিনেশ গরাই নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একটি ধাবার সামনে দাঁড়িয়েছিল নীল রঙা গাড়ি। প্রথমে গাঢ় কমলা রঙের গেঞ্জি পরিহিত এক যুবক হেঁটে গাড়িতে ওঠেন। তাঁর পিছনেই ওঠেন হলুদ রঙের টিশার্ট পরিহিত এক যুবক। গাড়ির দরজা বন্ধ করেন তাঁরা। চালক গাড়ি স্টার্টও দিয়ে দেন। গাড়ির সামনের দিকে ডান হাতে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল এক যুবক। সিসিটিভিতে দেখা যাচ্ছে, সে কিছু কথা বলার ছুতোয় গাড়ি দাঁড় করায়।
আর তার মধ্যেই কয়েক হাত দূরে থাকা আরও দুই যুবক বাইক থেকে গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু চালকের বুদ্ধিমত্তায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। কারণ চালক গাড়ির স্টার্ট বন্ধ করেননি। প্রথমবার গুলি চলতেই তিনি সজোরে গাড়ি চালিয়ে দেন। তারপরও বেশ কয়েকটি গুলি চালায় দুষ্কৃতীরা। প্রত্যেকটাই লক্ষ্যভ্রষ্ট হয়। একটি গুলি গাড়িতে লাগে।
সিসিটিভিতে দেখা যায়, ‘অপারেশন’ ব্যর্থ হওয়ায় বাইক ঘুরিয়ে চলে যায় দুষ্কৃতীরাও। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ তদন্তে নামে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জমি মাফিয়ারা এই গুলি চালিয়েছে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে। ওই ব্যবসায়ীর জমিজায়গার ব্যবসা আছে। যদিও ব্যবসায়ী দীনেশ গড়াই জানান, তাঁর জমির ব্যবসা নেই। তিনি জাতীয় সড়কের উপর টোল ট্যাক্সের ব্যবসা করেন। হাইওয়েলের ধারে একটি হোটেলে যখন খাবার নেওয়া হয়েছিল, তখনই দুই দুষ্কৃতী ৩-৪ রাউন্ড গুলি চালায়। যার মধ্যে একটি গুলি গাড়িতে লাগ। বাকি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।
#WatchNow: আসানসোলে জাতীয় সড়কে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগল গাড়িতে। প্রকাশ্যে গুলির চলার মুহূর্তের সিসিটিভি ফুটেজ।
WATCH LIVE: https://t.co/TNbjklLF6V#Asansol | #CCTVFootage | #Viral pic.twitter.com/qTXmOz8lKG
— TV9 Bangla (@Tv9_Bangla) October 30, 2023
এর আগে শক্তিগড়ে হাইওয়ের ধারে গাড়ির মধ্যে বসেই খুন হতে হয়েছিল রাজু ঝাকে। সেদিনও রাজু ঝা হাইওয়ের ধারে ঝালমুড়ির দোকানে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছিলেন। দুষ্কৃতীরা একেবারে তাঁর গাড়ির সামনে এসে গুলি চালায়। ঝাঁঝরা হয়ে যায় তাঁর দেহ। এরপর আসানসোলেই আরও এক ব্যবসায়ীকে লক্ষ্য করে পুজো আগে গুলিচালনার অভিযোগ ওঠে। সেক্ষেত্রেও ব্যবসায়ী প্রাণে বেঁচে গিয়েছিলেন।