Asansol: ভর সন্ধেবেলা আসানসোলে চলল গুলি, মাথায় গিয়ে লাগল ব্যবসায়ীর

Asansol: প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জমির কারবার নিয়ে কোনও বিবাদে জড়িয়ে পড়েছিলেন ইরফান। আর তার জেরেই কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে। এদিকে তাঁর শারীরিক অবস্থার কথা জানতে পেরে হাসপাতালে ভর্তি করেন পরিজনরা।

Asansol: ভর সন্ধেবেলা আসানসোলে চলল গুলি, মাথায় গিয়ে লাগল ব্যবসায়ীর
আসানসোলে চলল গুলিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 26, 2025 | 9:42 PM

আসানসোল: বার্নপুরে ভরসন্ধ্যায় চললো গুলি। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এক জমি কারবারি। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে হিরাপুর থানার বার্নপুরের রহমতনগরের চাষাপট্টিতে।

গুলিবিদ্ধ জমি কারবারির নাম ইরফান মুস্তাফা (৪৭)। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক থাকায় প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে স্থানান্তরিত করা হয় আসানসোল জেলা হাসপাতাল থেকে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জমির কারবার নিয়ে কোনও বিবাদে জড়িয়ে পড়েছিলেন ইরফান। আর তার জেরেই কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে। এদিকে তাঁর শারীরিক অবস্থার কথা জানতে পেরে হাসপাতালে ভর্তি করেন পরিজনরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, রাত আটটা নাগাদ পরিবারের সদস্যরা তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, ইরফানের মাথায় গুলির ক্ষত চিহ্ন রয়েছে। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হিরাপুর থানার পুলিশ । গোটা ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।