
আসানসোল: রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ মৃতের পরিবার ও পরিজনদের। আসানসোল জেলা হাসপাতালের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মঙ্গল হেমব্রম। তিনি দ্বাদশ শ্রেণির ছাত্র।
জানা গিয়েছে, মঙ্গল বারাবনির পাঁচগাছিয়ার বাসিন্দা। মৃতের পরিবারের দাবি, ১৫ অগস্ট দুপুরে জ্বর ও পেটে যন্ত্রণা নিয়ে মঙ্গল হেমব্রমকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, মঙ্গল ওতটাও অসুস্থ ছিলেন না, তিনি নিজে হেঁটে হাসপাতালে ঢুকেছিলেন।
কিন্তু রবিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপর ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির অভিযোগে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার বিশাল বাহিনী পৌঁছয়।
পরিবারের এক সদস্য জানান, “যে ছেলে হেঁটে হাসপাতালে ঢুকল, তার কীভাবে এমনটা হতে পারে। চিকিৎসকরাও আগে কোনও আশঙ্কার কথাও শোনাননি। তাহলে কীভাবে এমনটা হল? কালও দেখে গেলাম ছেলে বেশ সুস্থ!”
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।