
আসানসোল: আদিবাসী পরিবারের মা মেয়ের পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ। সেই বিবাদে হস্তক্ষেপ করতে গিয়ে বিতর্কে জড়িয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আসানসোলের বারাবনিতে। বারাবনি থানার এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এই অভিযোগ তুলে আদিবাসী সম্প্রদায়ের মানুষ ঘেরাও করলেন বারাবনি থানা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ললিতা মুর্মুর একজন ইসিএল কর্মী। তাঁর স্বামী নেই। তাঁর এক পালিত পুত্র রয়েছে এবং তাঁকেই তাঁর সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ললিতা মূর্মুর মেয়ে তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে এসে সম্পত্তি নিয়ে অশান্তি শুরু করেন। কেন মা তাঁর পালিত সন্তানতে যাবতীয় সম্পত্তি লিখে দিচ্ছেন, সেই অভিযোগ তুলে থানার দ্বারস্থ হন ললিতার মেয়ে।
অভিযোগ, মেয়ের অভিযোগের ভিত্তিতে বাড়িতে গিয়ে পুলিশ গিয়ে ললিতাকেই হুমকি দিতে থাকেন। অভিযোগ, ললিতার সঙ্গেই দুর্ব্যবহার করেছেন থানার এক এএসআই। ওই পুলিশ আধিকারিককে ক্ষমা চাইতে হবে, এই দাবি নিয়ে সোমবার সকাল থেকে থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আদিবাসী সমাজ।