Asansol: বড়-বড় গর্ত, বাড়ি-বাড়িতে ফাটল, বিক্ষোভ আসানসোলবাসীর

Asansol: তবে শুধু গর্ত নয়, পাশাপাশি বিভিন্ন বাড়িতে ফাটল ধরেছে বলেও দাবি এলাকাবাসীর। তাঁদের এও বক্তব্য, ধসের ফলে যে গর্ত হয়েছে, তার চওড়া প্রায় ১৫ থেকে ২০ ফুট, গভীর প্রায় ৬০ থেকে ৭০ ফুটের মতো।

Asansol: বড়-বড় গর্ত, বাড়ি-বাড়িতে ফাটল, বিক্ষোভ আসানসোলবাসীর
আসানসোলে এ কী কাণ্ড Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 26, 2025 | 9:25 PM

আসানসোল: আসানসোলের বারাবনিতে ধস। ইসিএলের সাতগ্রামের শ্রীপুর এরিয়ার বারাবনির চরণপুর খোলা মুখ খনি এলাকার মাহালিপাড়ায় ধসের ঘটনা ঘটে। যার জেরে আতঙ্কের সৃষ্টি হয়। ধস ঠিক যে জায়গায় হয়েছে, তার পাশে মাহালি পাড়া। সেখানে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে।

তবে শুধু গর্ত নয়, পাশাপাশি বিভিন্ন বাড়িতে ফাটল ধরেছে বলেও দাবি এলাকাবাসীর। তাঁদের এও বক্তব্য, ধসের ফলে যে গর্ত হয়েছে, তার চওড়া প্রায় ১৫ থেকে ২০ ফুট, গভীর প্রায় ৬০ থেকে ৭০ ফুটের মতো।

শনিবার বারাবনি থানার পুলিশ এবং ইসিএলের আধিকারিকরা এলাকা পরিদর্শনে যান। পরে মাটি দিয়ে ধসের জেরে হওয়া বিশালাকার গর্ত ভরাটের কাজ শুরু হয়।এ বারাবনি ব্লকের বিডিও শিলাদিত্য ভট্টাচার্য বলেন, “আমি এই ব্যাপারে ইসিএলের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। ধসের জেরে গর্ত হয়ে জায়গা ভরাট করতে বলা হয়। ওই জায়গায় খনি হওয়ার কথা রয়েছে। আলাদা করে পুনর্বাসন নিয়ে ইসিএলের পক্ষ থেকে কিছু ঘোষণা করা হয়নি। তারা নিজেদের নিয়ম অনুযায়ী পুনর্বাসন দেবে বলে জানা গেছে।”