Asansol: আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত, দীর্ঘদিন ছিলেন ‘ফেরার’, স্কুলে ফিরতেই যা হল…

Chandra Shekhar Chatterjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 19, 2025 | 4:03 PM

Asansol: বছর দেড়েক আগে স্কুল তহবিল থেকে জাল সই করে একাধিকবার ব্যাঙ্ক থেকে প্রায় ৭ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে স্কুলেরই তৎকালীন টিচার ইনচার্জ সৈয়দ আলম কাদরির বিরুদ্ধে। এই ঘটনার পর ওই সময় সৈয়দ আলম কাদরির বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল।

Asansol: আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত, দীর্ঘদিন ছিলেন ফেরার, স্কুলে ফিরতেই যা হল...
আসানসোল স্কুলে বিক্ষোভ
Image Credit source: TV9 Bangla

Follow Us

আসানসোল: স্কুলের শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগে পলাতক ছিলেন শিক্ষক। পলাতক থাকার দীর্ঘদিন পর স্কুলে ফের আসায় ক্ষোভ অভিভাবকদের। স্কুল চলাকালীন স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। স্লোগান দিতে থাকেন, ‘চোর মাস্টারকে স্কুলে ঢুকতে দেওয়া যাবে না।’ তালা দেওয়ার ফলে স্কুলের ভেতরেই থেকে যায় পড়ুয়া থেকে শিক্ষকরা। আসানসোলের উত্তর থানার বাবুতলাব কাজি নজরুল ইসলাম উর্দু ফ্রি প্রাইমারি স্কুলের ঘটনা।

জানা গিয়েছে, বছর দেড়েক আগে স্কুল তহবিল থেকে জাল সই করে একাধিকবার ব্যাঙ্ক থেকে প্রায় ৭ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে স্কুলেরই তৎকালীন টিচার ইনচার্জ সৈয়দ আলম কাদরির বিরুদ্ধে। এই ঘটনার পর ওই সময় সৈয়দ আলম কাদরির বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল।

তারপরেও পুনরবহালের চিঠি নিয়ে স্কুলে পুনরায় জয়েন করেন ওই শিক্ষক। অভিভাবকদের অভিযোগ, কীভাবে একজন অভিযুক্ত শিক্ষক, যাঁর বিরুদ্ধে কোন তদন্ত না করে পুনরায় তাঁকে স্কুলে আসার অনুমতি দিতে পারে। সেই নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকরা। তাই এদিন স্কুল চলাকালীন স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে অভিভাবকরা।

যদিও শিক্ষক সৈয়দ আলম কাদরি বলেন, “এতদিন ব্যক্তিগত ছুটিতে ছিলাম। কেন এই বিক্ষোভ করছে, তা জানা নেই।”  কাউন্সিলর সি কে রেশমি বলেন, “স্কুলে বিক্ষোভ চললেও মিড ডে মিল চালু রাখা হয়েছে। স্লোগান দিতে দেওয়া হয়নি। তবে এই বিক্ষোভ ন্যায়সঙ্গত।”