Asansol: বাংলার বড় লোহার ফ্যাক্টরি, রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ED হানা

Chandra Shekhar Chatterjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 21, 2024 | 10:42 AM

Asansol: দুটি গাড়িতে চার ইডি অফিসার সেন্ট্রাল ফোর্স নিয়ে এই অভিযানে নামে। জানা গিয়েছে, চণ্ডী কেডিয়ারের এরাজ্যে বেশ কয়েকটি লোহার ফ্যাক্টরি রয়েছে। বাইরেও রয়েছে বেশ কয়েকটি কারখানা। উত্তরপ্রদেশের লখনউতেও রয়েছে ব্যবসা। কী কারণে শিল্পপতির বাড়িতে তল্লাশি চলছে, তা এখনও স্পষ্ট নয়।

Asansol:  বাংলার বড় লোহার ফ্যাক্টরি, রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ED হানা
রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ইডি তল্লাশি
Image Credit source: TV9 Bangla

Follow Us

আসানসোল: আসানসোলে শিল্পপতির বাড়িতে ইডির হানা। রানিগঞ্জ শিশু বাগান মোড় সংলগ্ন এনএসবি রোডের পাশে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে শুক্রবার সকাল থেকেই চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের বিশেষ অভিযান। দুটি গাড়ি করে সেন্ট্রাল ফোর্স নিয়ে ইডির এই বিশেষ অভিযান চলছে ভোর ৫ টা থেকে। রানিগঞ্জ শিশুবাগান মোড় সংলগ্ন এনএসবি রোডের পাশে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে শুক্রবার চলছে বিশেষ অভিযান।

দুটি গাড়িতে চার ইডি অফিসার সেন্ট্রাল ফোর্স নিয়ে এই অভিযানে নামে। জানা গিয়েছে, চণ্ডী কেডিয়ারের এরাজ্যে বেশ কয়েকটি লোহার ফ্যাক্টরি রয়েছে। বাইরেও রয়েছে বেশ কয়েকটি কারখানা। উত্তরপ্রদেশের লখনউতেও রয়েছে ব্যবসা। কী কারণে শিল্পপতির বাড়িতে তল্লাশি চলছে, তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত সেরকম কোনও তথ্য সামনে আসেনি। বাইরে থাকা বেশ কয়েকজন গাড়ির চালক জানিয়েছেন, তাঁরা কলকাতা থেকে এসেছেন। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ানরাও।

শিল্পপতির বাড়ির চারপাশে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে। বাড়ির কোনও সদস্যকেই আপাতত বাইরে দেখা যায়নি। এখনও পর্যন্ত এই সংক্রান্ত এটুকুই জানা গিয়েছে।

Next Article