Asansol: শ্মশানকালী যাওয়ার রাস্তা কতটা উচুঁ হবে, প্রশ্ন শুনেই ঘেমেনেয়ে একাকার সুপারইভাইজার

Chandra Shekhar Chatterjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 25, 2023 | 8:39 AM

Asansol: গ্রামবাসীদের অভিযোগ,  বাউড়ি পাড়া থেকে শ্মশান কালী মন্দির যাওয়ার যে নতুন রাস্তা তৈরি হচ্ছে, সেটি কতটা চওড়া ও মাটি থেকে উঁচু হবে,  এই নিয়ে সুপারভাইজারকে প্রশ্ন করা হয়।

Asansol: শ্মশানকালী যাওয়ার রাস্তা কতটা উচুঁ হবে, প্রশ্ন শুনেই ঘেমেনেয়ে একাকার সুপারইভাইজার
আসানসোলে রাস্তা নির্মাণ নিয়েই জটিলতা
Image Credit source: TV9 Bangla

Follow Us

আসানসোল : রাস্তা নির্মাণে হয়েছে দুর্নীতি। অভিযোগ. তুলে রাস্তা নির্মাণের কাজ আটকে দিলেন গ্রামবাসীরা। আসানসোলের জামুড়িয়ার ঘটনা। আসানসোল পৌরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের সাতগ্রাম বাউড়ি পাড়া থেকে শ্মশান কালী মন্দির যাওয়ার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। সেই রাস্তাতে দুর্নীতির অভিযোগ তুলে সকাল থেকে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

গ্রামবাসীদের অভিযোগ,  বাউড়ি পাড়া থেকে শ্মশান কালী মন্দির যাওয়ার যে নতুন রাস্তা তৈরি হচ্ছে, সেটি কতটা চওড়া ও মাটি থেকে উঁচু হবে,  এই নিয়ে সুপারভাইজারকে প্রশ্ন করা হয়। গ্রামবাসীদের বক্তব্য,  প্রথমে প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। তথ্য গোপন করে দুর্নীতির চেষ্টা চালিয়েছিলেন। গ্রামবাসীদের বক্তব্য,   সুপারভাইজারকে পরে চেপে ধরা হলে, তিনি বলতে থাকে, মাটি থেকে উচ্চতা হবে ৪ইঞ্চি, কখনও আবার বলেন ৫ ইঞ্চি, কখনও আবার ৬ ইঞ্চি।

তখনই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাঁদের  বক্তব্য, রাস্তা নির্মাণের সুপার ভাইজার, অথচ তিনি জানেনই না রাস্তা ঠিক কতটা চওড়া হবে, অথবা উঁচু।   গ্রামবাসীদের বিক্ষোভ, আন্দোলনের চাপে নিজেদের ভুল শিকার করে নেন সুপারভাইজার। তিনি জানান ৬ ইঞ্চি উচ্চতায় হবে রাস্তাটি। কিন্তু রেগে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা।

অন্যদিকে সুপারভাইজার তড়িৎ রায়ের দাবি,  গ্রামের মানুষ ভুল বুঝছেন। ইট পেড়ে রাস্তা হলে একরকম উচ্চতা হয়, আবার ঢালাই হলে অন্যরকম উচ্চতা হয়। এখানে ৪ ইঞ্চির বেশি উচ্চতাতে রাস্তা হবে। গ্রামের একাংশ অযৌক্তিক ভাবে রাস্তা নির্মাণে বাধা দিচ্ছেন। পৌরনিগমকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।

Next Article