Asansol: পুজোর আগে ৩ দুষ্কৃতী গ্রেফতার, উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

Chandra Shekhar Chatterjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 28, 2024 | 8:49 PM

Asansol: মিঠুন দাস উত্তর ২৪ পরগনা জেলার নারায়ণপুর কাদিহাটির বাসিন্দা এবং লাডলা সোদপুরের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর,এই দুই যুবক ১৯ নম্বর জাতীয় সড়কে ট্রাক ছিনতাই,ডাকাতি এবং অপহরণের পরিকল্পনা করেছিল।

Asansol: পুজোর আগে ৩ দুষ্কৃতী গ্রেফতার, উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
আসানসোলে গ্রেফতার তিন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

আসানসোল: উৎসবের মরশুম। আর তার আগে রানিগঞ্জ থানা ও পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। রানিগঞ্জের রানিসায়ের আন্ডারপাস থেকে একটি কালো গাড়ি সহ গ্রেফতার করা হল ভিন জেলার দুই যুবককে। ধৃতদের কাছ থেকে পাওয়া গিয়েছে একটি পিস্তল ও দুটি কার্তুজ। ধৃত দুই যুবকের নাম হল মিঠুন দাস ও লাডলা কুমার।

শুক্রবার রাতে রানিগঞ্জ থানার পঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ১৯ নম্বর জাতীয় সড়কে নজরদারি চালাচ্ছিল। সেই সময় পুলিশ রানিসায়ের আন্ডারপাসের কাছে একটি কালো চার চাকার গাড়ি থামায়। সেই গাড়িতে থাকা মিঠুন দাস ও লাডলা কুমারকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। পাশাপাশি তল্লাশি করে গাড়ি থেকে একটি পিস্তল ও দুটি কার্তুজ উদ্ধার করে।

মিঠুন দাস উত্তর ২৪ পরগনা জেলার নারায়ণপুর কাদিহাটির বাসিন্দা এবং লাডলা সোদপুরের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর,এই দুই যুবক ১৯ নম্বর জাতীয় সড়কে ট্রাক ছিনতাই,ডাকাতি এবং অপহরণের পরিকল্পনা করেছিল।

অন্যদিকে, শুক্রবার রাতে আসানসোল দুর্গাপুর পুলিশের হিরাপুর থানার পুলিশ বার্নপুরের সাঁতা গ্রামের অফিস কলমাঠ সংলগ্ন এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে। ধৃত যুবকের নাম অক্ষয় মাজি। বছর ২৩ এর ধৃত যুবকের বাড়ি হিরাপুর থানার বার্নপুরের সাঁতা মাজি পাড়ার কেরোসিন ডিলার এলাকায়। ধৃত যুবকের কাছ থেকে একটি ওয়ান শটার পিস্তল ও একটি কার্তুজ পাওয়া গিয়েছে। শনিবার সকালে ধৃত যুবককে আসানসোল আদালতে পেশ তুলে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

 

 

Next Article