আসানসোল: গত কয়েকদিনে একাধিকবার দুষ্কৃতী হামলার খবর শিরোনামে এসেছে। আক্রান্ত হয়েছে খোদ পুলিশ। আর এবার দিনে-দুপুরে মন্ত্রীর বাড়িতে দুষ্কৃতী হানা! নিরাপত্তারক্ষীদের উপস্থিতি সত্ত্বেও রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়ির অন্দরমহলে ঢুকে পড়লেন এক যুবক! ঘটনায় আতঙ্কিত তাঁর পরিবার। ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন না মন্ত্রী মলয় ঘটক।
বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ঘটনাটি ঘটে। বাড়িতে ছিলেন মন্ত্রীর স্ত্রী। তিনি জানান, এদিন বিকেলে যখন উপরের তলায় ছিলেন তিনি, সেই সময় আচমকাই নীচের তলা থেকে দুম-দাম আওয়াজ পান। ছুটে নীচে যেতে গিয়ে দেখেন তাঁর ঘরের বাইরেই দাঁড়িয়ে আছেন এক যুবক। হাতে থান ইট।
মন্ত্রীর স্ত্রী জানিয়েছেন, নীচে, মলয় ঘটকের অফিসে কাচের টেবিল ভেঙে ফেলা হয়েছে। ইট মেরে ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ। টান মেরে সরিয়ে দেওয়া হয়েছে টেবিলের কভার, বোঝাই যাচ্ছে রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান আসানসোল কমিশনারেটের উচ্চপদস্থ অফিসাররা। উপস্থিত হন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিত নস্কর। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। কী কারণে ভাঙচুর চালানো হল, তা বোঝার চেষ্টা করছে পুলিশ। এই বিষয়ে মন্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।