Asansol: একটি গাড়িতে বাংলার নম্বর, অন্যটিতে ওড়িশার, ডিকি খুলতেই উদ্ধার ১৯৫ কেজি গাঁজা, গ্রেফতার ৪

Chandra Shekhar Chatterjee | Edited By: জয়দীপ দাস

Sep 04, 2023 | 11:42 PM

Asansol: ধৃত সকলের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা করা হয়েছে। সোমবার সকলকে আসানসোল জেলা আদালতের এনডিপিএস কোর্টে তোলা হয়।

Asansol: একটি গাড়িতে বাংলার নম্বর, অন্যটিতে ওড়িশার, ডিকি খুলতেই উদ্ধার ১৯৫ কেজি গাঁজা, গ্রেফতার ৪
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

আসানসোল : ১টি বা ২টি প্যাকেট নয়, একেবারে ১০৩ প্যাকেট। ওজন প্রায় ১৯৫ কেজি। এদিন আসানসোল উত্তর থানা এলাকা থেকে দুটি চারচাকা গাড়ি থেকে উদ্ধার হল এই বিপুল পরিমাণ গাঁজা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। গ্রেফতার করা হয়েছে চারজনকে। ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছে বলে জানা যাচ্ছে। রয়েছেন পূর্তিবাস পাত্র, রুবি পাত্র, বুলু মোহান্তি ও ধনঞ্জয় সিং।  তিনজনের বাড়ি আসানসোলের (Asansol) জামুড়িয়ায়। বাকি একজনের বাজডি ওড়িশার গঞ্জাম জেলায়। 

ধৃত সকলের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা করা হয়েছে। সোমবার সকলকে আসানসোল জেলা আদালতের এনডিপিএস কোর্টে তোলা হয়। ১৪ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়। কিন্তু, শেষ পর্যন্ত বিচারক তাঁদের ১১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৫ সেপ্টেম্বর ফের তাঁদের আদালতে তোলা হবে। 

প্রসঙ্গত, পুরুলিয়ার সোনার দোকানে ডাকাতির পপর থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় নজরদারি বেড়েছে পুলিশের। এদিন সকাল থেকেই জোরদার টহল দিচ্ছিল আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির পুলিশ। তখনই গোপন সূত্রে খবর আসে দুটি গাড়িতে করে বিপুল পরিমাণে গাঁজা পাচার করা হচ্ছে। ১৯ নম্বর জাতীয় সড়কের জুবিলি মোড় সংলগ্ন এলাকায় শুরু হয় নাকা চেকিং। তখনই বাংলা ও ওড়িশার নম্বরের দুটি চারচাকাকে আটক করা হয়। ডিকি খুলতেই চোখ ছানাবড়া হয়ে যায় পুলিশের। উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। ধৃতরা বড় কোনও চক্রের সঙ্গে জড়িত কিনা সে ব্যাপাকে খোঁজখবর শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের।

Next Article