
আসানসোল: বালি ঘাটে ধুন্ধুমার পরিস্থিতি। শুক্রবার দুপুরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল আসানসোলের জামুরিয়ার বালিঘাট এলাকা। আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সেখানে পৌঁছতেই হামলার চেষ্টা হয় বলে অভিযোগে। কোনও ক্রমে হামলা রুখে দেন বিজেপি নেতার দেহরক্ষীরা।
জামুরিয়া দরবারডাঙা ঘাটের ঘটনা। অভিযোগ, এদিন জিতেন্দ্র তিওয়ারি পৌঁছতেই তাঁর উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। তাঁদের পরিচয় আসলে কী? তাঁরা কোনও রাজনৈতিক দলের সদস্য? তা অবশ্য সপষ্ট করেননি তিনি। তবে তাঁর ইঙ্গিত শাসকদলের দিকে।
এই নিয়ে তিনি কোথাও অভিযোগ দায়ের করেননি প্রাক্তন মেয়র। জিতেন্দ্র তেওয়ারির, দাবি অবৈজ্ঞানিকভাবে ও অবৈধ উপায়ে অজয় নদের ওপর বালি তোলা হচ্ছিল। তাতে জল প্রকল্পের ক্ষতি হতে পারে বলে মনে করেন তিনি। মেয়র থাকাকালীন তিনি ওই জল্প প্রকল্পের সূচনা করেছিলেন। জিতেন তিওয়ারির দাবি, যেভাবে বালি তোলা হচ্ছে, তাতে সেই প্রকল্পের ক্ষতি হয়ে যেতে পারে। সেই কারণেই ওই জায়গা খতিয়ে দেখতে গিয়েছিলেন তিনি। আর সেই সময়ই তাঁকে লক্ষ্য করে ছুটে যায় কয়েকজন, তাঁর ওপর হামলার চেষ্টা হয়।
এই নিয়ে বিজেপি আগামিদিনে আন্দোলনে নামবে। তাই তার আগে ঘাট পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি নেতা। পুলিশ গিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি নেতার দাবি, এইসব দুষ্কৃতীদের কেউ পাঠাচ্ছে কেউ শিখিয়ে পড়িয়ে। তিনি বলেন, “দেখতে গেলেও এত আপত্তি! তবে কি কিছু লুকনোর চেষ্টা চলছে? পিছনে নিশ্চয় অন্য কেউ আছে।”