
আসানসোল: এআইআর (SIR)-এর শুনানিতে ডাক পড়ল বিধানসভার বিজেপি প্রার্থীর। আসানসোল মহাকুমা শাসকের দফতরে তিনি লাইন দিলেন, ভোটার তালিকায় নিজের নাম ওঠানোর জন্য। এই ঘটনার পিছনে তিনি নির্বাচন কমিশনের পরিবর্তে রাজ্য সরকারকে দায়ী করেছেন। তাঁর মতে শাসক দল কোনও কারচুপি করে এ ঘটনা ঘটিয়েছেন।
এসআইআর শুনানি কেন্দ্রে ডাকা হল বিজেপির একজিকিউটিভ রাজ্য কমিটির সদস্য বিবেকানন্দ ভট্টাচার্যকে। কুলটি বিধানসভার ভোটার তিনি। কিন্ত ২০০২ সালে ভোটার তালিকায় বিবেকানন্দ ভট্টাচার্যের নাম নেই। তার কারণে এআআরের খসড়া তালিকায় তার নাম ওঠেনি। ইতিমধ্যেই রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে শুরু হয়েছে এসআইআর শুনানি।
২০১১ সালে কুলটি বিধানসভার বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। এমনকী ২০১৫ সালে কুলটির পুরসভা নির্বাচনে বিজেপির প্রার্থীও হয়েছিলেন। কিন্ত তারপরেও ২০০২ সালে ভোটার তালিকায় কেন নাম নেই সেই নিয়ে উদ্বিগ্ন তিনি। তিনি বলেন, “আমাকে কল করা হয়েছে। ২০০২-এর ভোটার লিস্টে আমার নাম নেই। সেই নাম কী চক্রান্ত করে, কারা চক্রান্ত করে আমাকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে? আমি দীর্ঘ ৫০ বছরের ভোটার, অথচ আজকে আমার ভোটার লিস্টে নাম নেই— এটা খুব দুঃখজনক। সরকারের কাছে এ বিষয়ে আমার কৈফিয়ত চাইব। আমি এ বিষয়ে এসডিও-র কাছেও গিয়েছিলাম যে, কেন আমার ২০০২ সালের ভোটের নাম নেই কেন? আমি তো বাদ দিইনি। কাজেই কোনও চক্রান্ত করে হোক বা সরকার তরফে কোনও গাফিলতির জন্য হোক, আমার নাম বাদ দেওয়া হয়েছে।”