
আসানসোল: মাধ্যমিক পরীক্ষায় ভাল রেজাল্ট করেছে আসানসোলের থৈবি মুখোপাধ্যায়। কিন্তু ‘ছোট্ট’ মেয়েটা নিজের সেই রেজাল্ট দেখতে পায়নি। লিভার জন্ডিস কেড়েছে থৈবির প্রাণ। চোখে জল মেয়েটার পরিবারের সকলের। আর এবার তার নামে স্কলারশিপ চালুর কথা ঘোষণা করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।
প্রসঙ্গত, ‘আসানসোল উমারানি গড়াই বালিকা বিদ্যালয়ের’ মাধ্যমিকের ছাত্রী থৈবি মুখোপাধ্যায়। এবার স্কুলে টপার হয়েছে। জেলায় হয়েছে মেয়েদের মধ্যে প্রথম। প্রাপ্ত নম্বর ৬৭৪। এপ্রিল মাসের ১৬ তারিখ জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যু বয় এই মেধাবী ছাত্রীর। ঘটনায় পরিবার ও স্কুলে সকলেই শোকাহত। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।
ঘটনার খবর পেয়ে আসানসোলের ইসমাইলে থৈবির বাড়িতে পৌঁছয় অগ্নিমিত্রা পাল। কথা বলেন, পরিবারের সঙ্গে। তারপরে তিনি জানান, থৈবির নামে একটি স্কলারশিপ চালুর ব্যবস্থা করা হবে। অগ্নিমিত্রা বলেন, “আমি থৈবির বাড়ি গিয়েছি। অসুস্থ থাকার পরও পরীক্ষা দিয়েছে। আসানসোলের মানুষের মুখ উজ্জ্বল করেছে। আমরা গর্বিত। কিন্তু ও আর আমাদের মধ্যে নেই। আজ অসুখটা না করলে হয়ত স্ট্যান্ড করত। গতকাল ওর বাড়ি যাই। ওঁরা ভেঙে পড়েছে। মর্মাহত। কিন্তু থৈবির নামে আমরা একটি স্কলারশিপ শুরু করব। আগামী দিনে আমি ঘোষণা করব।”