
দুর্গাপুুর: ২০২০ সালে উঠেছিল এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের হতেই আর মেলেনি খোঁজ। তবে তদন্ত জারি ছিল। বারংবার পুলিশের পক্ষ থেকে বাড়িতে আদালতের নির্দেশনামা পাঠানো হয়েছিল। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। একাধিক জায়গায় খোঁজ চলেছিল। তাও খোঁজ পাওয়া যায়নি অভিযুক্তের। শেষ পর্যন্ত পুুলিশের জালে ধরা পড়ল বিজেপি বিধায়কের ভাইপো। তাতেই জোর শোরগোল এলাকায়। শোরগোল এলাকার রাজনৈতিক মহলেও।
২০২০ সালেই এই যুবকের বিরুদ্ধে কাঁকসা থানায় দায়ের হয়েছিল অভিযোগ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ফেরার থাকার পর দু’দিন আগে কাঁকসার রাজবাঁধে আসে এক ব্যক্তির বাড়িতে। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণ করতেও বের হয়। সেখানেই এলাকার কিছু লোকজন তাঁকে দেখে চিনতে পারে। খবর চলে যায় পুলিশের কাছে। খবর পেয়ে আর ওই যুবককে গ্রেফতার করতে দেরি করেনি পুলিশ। মঙ্গলবারই তাঁকে তোলা হচ্ছে দুর্গাপুর মহকুমা আদালতে।
যদিও আদালতে তোলার সময় সব অভিযোগ অস্বীকার করে ধৃত। রীতিমতো চিৎকার করে জানায় সে নির্দোষ। তাঁর দাবি, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি রাজনৈতিক চক্রান্তের বলি। যদিও ঘটনাকে কেন্দ্র করে ২০২০ সালের মতোই এবার রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। কটাক্ষ করতে ছাড়ছে না ঘাসফুল শিবির। জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী খোঁচা দিয়ে বলছেন, “মাননীয় বিরোধী দলনেতাকে বলছি আপনি দুর্গাপুরে আবার আসুন। এবার আমরা ধরনা মঞ্চ করে দেব। আপনি বক্তব্য রেখে যান। আপনার বিজেপি বিধায়েক প্রাণের ভাইপোর বিরুদ্ধে ধরনা মঞ্চে বক্তব্য রেখে যান।” যদিও অভিযুক্তের কাকা ওই বিজেপি বিধায়ক বলছেন, “আমি তো আগেই বলেছিলাম অন্যায় করে থাকলে শাস্তি পেতে হবে। পুলিশ পুলিশের কাজ করছে।”