Durgapur: বিএলও-র সঙ্গে যাওয়ার দোষ, আক্রান্ত বিজেপির বিএলএ ২

Durgapur: আক্রান্ত সুকুমার বলেন, "আমি আসলে সে সময়ে বিএলও-র জন্য অপেক্ষা করছিলাম। সে সময়ে দুই দুষ্কৃতী এসে আমার ওপর চড়াও হয়। গালি দিতে থাকে, বলে বিজেপি করিস! বলে মারধর শুরু করে। আমার দোষ বিএলও-র সঙ্গে সঙ্গে ঘুরছিলাম, সেই কারণেই মার। আমার বুকে বেধড়ক লাথি মারে।"

Durgapur: বিএলও-র সঙ্গে যাওয়ার দোষ, আক্রান্ত বিজেপির বিএলএ ২
আক্রান্ত বিএলএ ২Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 11, 2025 | 3:17 PM

দুর্গাপুর: বিজেপির বিএলএ-টু কে মারধরের অভিযোগ । আহত বিএলএ-টু সুকুমার সিং দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের তির তৃণমূলের দিকে। দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের সি আর দাস অ্যাভিনিউ এলাকার বিজেপির বুথ লেভেল এজেন্ট সুকুমার সিং। অভিযোগ, সোমবার বিকেলে এনুমারেশন ফর্ম বিলি করার জন্য বিএলও-কে ফোন করেছিলেন। তখনই বিজেপি করার অপরাধে জনকয়েক দুষ্কৃতী তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়।

আক্রান্ত সুকুমার বলেন, “আমি আসলে সে সময়ে বিএলও-র জন্য অপেক্ষা করছিলাম। সে সময়ে দুই দুষ্কৃতী এসে আমার ওপর চড়াও হয়। গালি দিতে থাকে, বলে বিজেপি করিস! বলে মারধর শুরু করে। আমার দোষ বিএলও-র সঙ্গে সঙ্গে ঘুরছিলাম, সেই কারণেই মার। আমার বুকে বেধড়ক লাথি মারে।”

আহত দলীয় কর্মী বিএলএ-টু সুকুমার সিংকে হাসপাতালে দেখতে এসে তৃণমূলকে নিশানা করেন বিজেপির সাংগঠনিক জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এটাই তৃণমূলের কালচার। বিজেপি কর্মীদের ও বুথ লেভেল এজেন্টদের মারধর করছে তৃণমূল।”

তৃণমূলের ১ নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ বলেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। এরকম কোনও ঘটনাই ঘটেনি। এই যে এসআইআর হচ্ছে, রাস্তায় তো কোনও বিজেপির লোকই খুঁজে পাচ্ছি না। বিজেপির লোকই নেই, সেখানে আবার কীভাবে মারধর! নিয়ম তো রয়েছে, সব দলেরই প্রতিনিধি বিএলও-র সঙ্গে যেতে পারেন। এর সঙ্গে মারধরের তো কোনও প্রশ্নই আসছে না। অন্য কারণে কিছু ঘটেছে। পুলিশ ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।” তৃণমূল হিংসাত্মক রাজনীতির বিরুদ্ধেও বলে জানান তিনি।