BJP leader’s house gherao: বিজেপির শ্রমিক সংগঠনের নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা দুর্গাপুরে

BJP leader's house gherao:

BJP leader's house gherao: বিজেপির শ্রমিক সংগঠনের নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা দুর্গাপুরে
বিজেপি নেতার বাড়ি ঘেরাও
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2023 | 12:32 AM

দুর্গাপুর: দুর্গাপুর নগর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে বিজেপি শ্রমিক সংগঠনের নেতা নন্দদুলাল চক্রবর্তীর বাড়িতে বেআইনিভাবে ডিপিএলের জলের লাইন লাগানো এবং রাস্তার কলের দিকে সিসি ক্যামেরা লাগানোর অভিযোগ। অভিযোগ, সিসিটিভি ক্যামেরায় মহিলাদের স্নানের ছবি রেকর্ড হয়। এই দুই অভিযোগে এলাকার বাসিন্দারা ডিপিএলের কর্মী নন্দদুলাল চক্রবর্তীর বাড়ির সামনে জমায়েত করে বিক্ষোভ দেখায়। স্থানীয়রা দুর্গাপুরের কোকওভেন থানায় খবর দিলে পুলিশ সময়মত আসেনি বলে অভিযোগ । প্রায় তিন ঘণ্টা পরে পুলিশ ঘটনাস্থলে যায় বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন এলাকার প্রাক্তন কাউন্সিলর তৃণমূল নেতা শশাঙ্ক শেখর মণ্ডল।

যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির শ্রমিক সংগঠনের নেতা নন্দদুলাল চক্রবর্তী জানান, দিন কয়েক আগে এলাকায় একটি গাছ কাটার প্রতিবাদ করেছিলাম। সেই কারণেই শুক্রবার রাতে তৃণমূলের নেতৃত্বে স্থানীয় লোকজন বাড়িতে এসে হুমকি দেয়। শনিবার সকালে তাদের দলীয় কার্যালয়ে দেখা করার কথা বলে। তারপরেই শনিবার দুপুরে এই জমায়েত করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। নন্দদুলাল চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরে ডিপিএলের পাইপ ও সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। হঠাৎই এখন কেন এই বিক্ষোভ? প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, গাছ কাটার প্রতিবাদ করায় তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা।

এদিন ঘটনাস্থলে পুলিশ এলে তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। পুলিশকে কটূক্তি করতেও দেখা যায়। এরপরে সিসি ক্যামেরাটি খুলে দেওয়া নিয়ে পুলিশের আশ্বাসে উত্তেজনা প্রশমিত হয়।