Coal Scam-Vinay Mishra: গ্রেট ব্রিটেনে আছেন কয়লা-কাণ্ডের বিনয় মিশ্র, বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হতে চায় CBI

Coal Scam-Vinay Mishra: বিনয় মিশ্রকে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে খুঁজছে সিবিআই। ইতিমধ্যেই জারি হয়েছে লুক আউট নোটিস। এবার কয়লা পাচার মামলায় রেড কর্নার নোটিস জারি করার আবেদন জানিয়েছে সিবিআই।

Coal Scam-Vinay Mishra: গ্রেট ব্রিটেনে আছেন কয়লা-কাণ্ডের বিনয় মিশ্র, বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হতে চায় CBI
বিনয় মিশ্র (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 08, 2025 | 2:17 PM

আসানসোল: কয়লা পাচার মামলার তদন্ত শুরু হওয়ার পর থেকেই উধাও বিনয় মিশ্র। জানা যায়, ২০২০ সালেই দেশ ছেড়ে চলে গিয়েছেন বিনয়। তাঁর মাধ্যমেই কয়লা পাচারের কোটি কোটি টাকার লেনদেন হত, এমনই অভিযোগ উঠেছে। উদ্ধার করা হয়েছে তাঁর কোটি কোটি টাকার সম্পত্তি। কিন্তু কোনও খোঁজ মেলেনি। এবার তদন্তকারী সংস্থা সিবিআই আদালতে জানাল, ঠিক কোথায় আছেন সেই বিনয় মিশ্র।

আগে জানা গিয়েছিল, ভানুয়াতু নামে একটি দ্বীপে বসবাস করছেন বিনয়। কিন্তু এবার সিবিআই জানাল, ভানুয়াতু নয়, গ্রেট ব্রিটেন কিংবা উত্তর আয়ারল্যান্ডে বসবাস করছেন কয়লা পাচারকাণ্ডের অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র। আসানসোলে সিবিআই আদালতে এমনটাই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আদালতে সিবিআই আবেদন করেছে যাতে গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের কাছে বিদেশ মন্ত্রকের মাধ্যমে অভিযুক্ত বিনয় মিশ্রকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়। আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক অরিন্দম চট্টোপাধ্যায়ের কাছে আবেদন জমা পড়েছে। তবে এখনও পর্যন্ত কোনও নির্দেশ দেয়নি আদালত।

বিনয় মিশ্রকে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে খুঁজছে সিবিআই। ইতিমধ্যেই জারি হয়েছে লুক আউট নোটিস। এবার কয়লা পাচার মামলায় রেড কর্নার নোটিস জারি করার আবেদন জানিয়েছে সিবিআই।

গরু ও কয়লা পাচার মামলায় অভিযুক্ত হিসেবে বিনয় মিশ্রের নাম সামনে আসার পর থেকেই অন্য রাষ্ট্রে ঘাঁটি গেড়েছেন তিনি। এর আগে তিনি গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু তা বাতিল হয়। সিবিআইয়ের দাবি, কয়লা ও গরুপাচার-কাণ্ডে তাঁর নাম জড়ানোর পরই দেশ ছেড়ে দুবাইতে চলে যান বিনয়। পরে ভানুয়াতু পাড়ি দেন। বিনয় মিশ্র ভানুয়াতুর নাগরিকত্বও নিয়েছেন বলে সিবিআই সূত্রে খবর।

এবার জানা যাচ্ছে গ্রেট ব্রিটেন অথবা উত্তর আয়ারল্যান্ডে রয়েছেন তিনি। তাঁকে দেশে ফেরানোর জন্য হলফনামায় সই করার জন্যই বিচারক অরিন্দম চট্টোপাধ্যায়ের কাছে আবেদন করেছে সিবিআই। হলফনামা বিদেশ মন্ত্রকের কাছে পাঠাবে সিবিআই।