আসানসোল: কয়লা কেলেঙ্কারির তদন্তে এবার নতুন মোড়। সিবিআইয়ের হাতে এবার ধরা পড়লেন এক ইসিএল কর্তা ও এক সিভিল কনট্রাক্টর। জানা যাচ্ছে, বৃহস্পতিবারই কলকাতায় নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল ইসিএল কাজোড়া এরিয়ার জিএম(আইইডি) পদে কর্মরত নরেশচন্দ্র সাহাকে। ডাক পড়েছিল পেশায় সিভিল কনট্রাক্টর অশ্বিনীকুমার যাদবেরও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রাতেই গ্রেফতার করা হয়েছে দু’জনকে। এরপর শুক্রবার ভোরে ধৃতদের নিয়ে নিজাম প্যালেস থেকে আসানসোলে বিশেষ সিবিআই আদালতের উদ্দেশে রওনা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার টিম।
শুক্রবার সিবিআই এসপি উমেশ কুমার নিজে আসেন ধৃতদের সঙ্গে নিয়ে। গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কয়লা পাচার কাণ্ডে যোগ থাকার কারণেই এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, কয়লা-কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ধৃত ইসিএল অফিসারের বিরুদ্ধে। এছাড়া ওই সিভিল কনট্রাক্টর অবৈধ কয়লা সিন্ডিকেটে সাপ্লাই দিত বলে অভিযোগ উঠে আসছে। সেই কারণেই গতরাতে দু’জনকে গ্রেফতার করেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা।
উল্লেখ্য, কয়লা কেলেঙ্কারির মামলায় আসানসোল সিবিআই আদালতে ফাইনাল চার্জ গঠন হবে আগামী ৩ জুলাই। তার আগেই এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধরা পড়লেন ইসিএলের এক আধিকারিক এবং এক সিভিল কনট্রাক্টর। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত কয়লা কেলেঙ্কারির তদন্তে চার্জশিটে যে ৩৪ জনের নাম রয়েছে, তার বাইরে এই দু’জনের গ্রেফতারি।