Asansol: ডাম্পার ভর্তি কয়লা ছিল, আচমকা উধাও হয়ে গেল, তার বদলে কী এল জানেন?

Asansol: জানা গিয়েছে, যথাযথ সময়ে কোলিয়ারি থেকে কয়লা বোঝাই ডাম্পার বের হয়। পুরো ভর্তি কয়লা ছিল তাতে। কিন্তু গন্তব্যস্থলে পৌঁছনোর আগেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। এ কী! কয়লা কোথায়? আর তার বদলে পাথর? স্তম্ভিত সকলে।

Asansol: ডাম্পার ভর্তি কয়লা ছিল, আচমকা উধাও হয়ে গেল, তার বদলে কী এল জানেন?
ডাম্পার থেকে উধাও হয়ে গেল কয়লা Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 07, 2025 | 8:59 PM

আসানসোল: ইসিএলের (ECL) ডাম্পার থেকে রহস্যজনক ভাবে উধাও কয়লা। ডাম্পার বোঝাই কয়লার পরিবর্তে চলে এলো পাথর। ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলের ইসিএলের মডার্ন সাতগ্রাম সাইডিংএ। এই ঘটনায় ইসিএলের তরফে জামুরিয়া থানার শ্রীপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে।

জানা গিয়েছে, যথাযথ সময়ে কোলিয়ারি থেকে কয়লা বোঝাই ডাম্পার বের হয়। পুরো ভর্তি কয়লা ছিল তাতে। কিন্তু গন্তব্যস্থলে পৌঁছনোর আগেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। এ কী! কয়লা কোথায়? আর তার বদলে পাথর? স্তম্ভিত সকলে।

ইসিএলের জেকে নগর কোলিয়ারীর এজেন্ট মনোজ কুমার বলেন, “শুক্রবার শ্রীপুরের নিঘা শিবডাঙাল খোলামুখ খনি থেকে একটি কয়লা বোঝাই ডাম্পার মর্ডান সাতগ্রাম সাইডিং যাচ্ছিল। এরপর যখন ওই ডাম্পারটি মডার্ন সাতগ্রাম সাইডিংয়ে পৌঁছয় তখন কর্তব্যরত ইসিএলের এক নিরাপত্তারক্ষী দেখতে পান কয়লা নেই। তার পরিবর্তে পাথর রয়েছে। রহস্যজনক ভাবে কয়লা উধাও হয়ে যায় ডাম্পার থেকে।”

এই ঘটনার পর ইসিএলের শ্রীপুর (নিঘা) খোলামুখ খনির আধিকারিক শ্রীপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে পুলিশ।