
দুর্গাপুর : কোচিং সেন্টার থেকে বাড়ির উদ্দেশে বেরোয়। এই পর্যন্ত খবর ছিল পরিবারের কাছে। তারপর থেকেই আর কোনও খোঁজ নেই। কোচিং সেন্টার থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে একাদশ শ্রেণির ছাত্র। তারপর রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় তার ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের ইস্পাতনগরী এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত পড়ুয়ার নাম বিতান ঘোষ (১৭)। বিতানের বাড়ি দুর্গাপুরের অমরাবতী সিআরপিএফ গ্রুপ সেন্টার এলাকায়। বিতান দুর্গাপুরের ইস্পাত নগরীর একটি ইংরাজী মাধ্যম বেসরকারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্র।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দুপুরে বিতান সিটি সেন্টারের কোচিং সেন্টারে যায়। শিক্ষক জানান, শরীর অসুস্থ বলে বিকালে ক্লাস থেকে বেরিয়ে যায় বিতান। সন্ধ্যা পেরিয়ে গেলে ছেলে বাড়ি না ফেরায় বিতানের মা খোঁজাখুঁজি শুরু করেন। রাতেই পুলিশের দ্বারস্থ হন বিতানের মা এবং পরিবারের সদস্যরা।
শুক্রবার সকালে বিতানের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় দুর্গাপুরের গ্যামন ব্রিজের রেল লাইনের পাশ থেকে। দুর্গাপুর রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই কোচিং সেন্টারের পরীক্ষায় ফল ভালো হয়নি বিতানের। মায়ের কাছে বকুনি খাওয়ার পর থেকে চুপচাপ ছিল বিতান। তারপর দিন বৃহস্পতিবার কোচিং সেন্টারেও যায়। কিন্তু শরীর খারাপ বলে সেখান থেকে বেরিয়ে যায়। পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে। আত্মহত্যা না এর পিছনে রয়েছে অন্য রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।