দুর্গাপুর: ইসিএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বুধবার সকালে অণ্ডালের বনবহাল ফাঁড়ির পিওর জামবাদ ৬ নম্বর পিট এলাকার বাসিন্দা মেঘনাদ হরিজন নামে বছর আটান্নর নামে এক ইসিএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। স্থানীয় বাসিন্দাদের নজরে আসার পরে খবর দেওয়া হয় অণ্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার নিজের কাজে গিয়েছিলেন। বুধবার সকাল পর্যন্ত বাড়ি ফেরেনি। বুধবার সকালে পুলিশ সূত্রে খবর পেয়ে ঘটনার কথা পরিবারের লোকজন জানতে পারে। মৃত ইসিএল কর্মী মেঘনাদ হরিজন পিওর জামবাদ কোলিয়ারির ছ’নম্বর পিট এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ইসিএলে কর্মরত ছিলেন। এটা আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।